আমাদের দেশে কেউ খুন হলে তার পরিবার তেমন কোন বিচার পায় না। বরং পরিবারটি থাকে আতংকে। বিচার পেতে হলেও তার কত টাকা খরচ হয় তার কোন হিসাব সরকার করে ? ইদানীং আবার নতুন ফ্যাশন বের হয়েছে- তার নাম "রাষ্ট্রপতির ক্ষমা"।
ধর্ষিত হলে কয়টা মেয়ে উপযুক্ত বিচার পায় ? বিচার হলেও সর্বোচ্চ শাস্তি কয়েক বছরের জেল মাত্র।রাষ্ট্র তার আইনের মাধ্যমে নারীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
রাষ্ট্রে মাদক একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। সরকার এজন্য প্রচুর টাকা খরচ করছে। আবার সরকার মাদকের জন্য লাইসেন্সও দিচ্ছে। বড়ই হাস্যকর।
এর ফলে সাধারণ মানুষ ত্যাক্ত বিরক্ত। আস্তে আস্তে আইনের প্রতি শ্রদ্ধা হারাচ্ছে। বাধ্য হয়ে থানা, কোর্ট কাছারিতে যায়।
এসবের মাধ্যমে আইনকে নিজের হাতে তুলে নেয়ার সুযোগ রাষ্ট্র দিচ্ছে।
এবার এসব সমাধানের জন্য আমার ভাবনা :
ইসলামিক আইন অনুসারে যদি বিচার করা হয় তাহলে দেখা যায়-
* খুনীকে প্রকাশ্যে মাথা কেটে হত্যা করা।
ফলাফল- এভাবে ৬৪ টি জেলায় ৬৪ টা বিচার হলে মানুষ হত্যার মত অপরাধ করার সাহস করবে না
* ধর্ষনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে পাথর ছুড়ে প্রকাশ্যে হত্যা করা।
ফলাফল- এভাবে ৬৪ টা শাস্তি হলে স্কুল কলেজে বিশ্ব বিদ্যালয়ে আর কোন ধর্ষক ধর্ষণের সাহস করবে না।
* মাদক গ্রহণের অপরাধে ৬৪ ট জেলায় প্রকাশ্যে ৮০ বার বেত্রাঘাত করলে কেউ কি মাদক গ্রহণ করার সাহস করবে ?
* চুরি ডাকাতি ছিনতাই প্রভৃতি অপরাধের জন্য প্রকাশ্যে এক হাত কাটলে বোকা ছাড়া আর কেউ সাহস করবে না।
এ লেখা প্রকাশিত হবার পর কিছু তথাকথিত বুদ্ধিজীবী ব্লগার বাজে মন্তব্য করবে এটা আমি জানি। কিন্তু যখন তারা অপরাধীদের ভিকটিম হবে তখন আমাকে সমর্থন করবে।
মনে রাখবেন , যে আইন নাগরিককে নিরাপত্তা ও ন্যায়বিচার দিতে ব্যর্থ সে আইনের দরকার নাই।
সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





