যাই হোক, ব্লগের নতুন নতুন অনেক বিভাগ নিয়ে ব্লগারদের আলোচনা, পরামর্শ এগুলো চলতে চলতে একসময় শেষ হল। প্রায় ১.৩০ এর দিকে অনুষ্ঠান শেষে সবাই একে একে বিদায় নিতে শুরু করলেন। বিদায় নিয়ে সবাই যখন লিফট-এ করে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কৌশিক ভাই খুব ভাব সহকারে লিফট-এর সামনে দাঁড়িয়ে বললেন, লিফট-এর কাজ চলছে, লিফট যাবেনা (আসলে কৌশিক ভাই একা পুরো লিফটে যেতে চাচ্ছিলেন
পুরো আয়োজনটার জন্য আরিল,জানা আপু এবং সামহোয়্যার টীম এর অন্যান্য সদস্যদের সকল ব্লগারদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের কিছু ছবিঃ
র্যালী'র মূল ব্যানার
সামহোয়্যার অফিসের ভিতরে
একজন পেটুক ব্লগার
আরেকজন পেটুক ব্লগার
ব্যানার এবং জাতীয় পতাকা, সামহোয়্যার অফিস
আপডেটঃ
কিন্নরী পড়েছিল লাল জামা, আর আইরিন আপু ছিলেন সবুজ শাড়ীতে। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে একটি মজার কথোপকথন হয় অনুষ্ঠানেঃ
- হাই কিন্নরী ...
- (কিন্নরী অচেনা মানুষ দেখে একটু ইত:স্তত করে)
- বাহ! তুমি লাল আর আমি সবুজ....তুমি আমি মিলে কি হয় বলো তো?
- (কিন্নরী চুপ)
- আইরিন আপুঃ ফ্ল্যাগ হয়, কিন্তু কিসের ফ্ল্যাগ হয়...
- (কিন্নরী বলি বলি করেও বলেনা)
- পাশে জানা আপু বলে, তুমি জানো না আম্মু কোন দেশের ! আইরিন আপু, জানা আপু পরপর বলে "বাংলাদেশ"
এরপর কিন্নরী আইরিন আপুর হাত ধরার জন্যে নিজে থেকেই হাত বাড়িয়ে দিয়ে বলে, "কিচেনে চলো।" এই কথা শুনে আইরিন আপু,জানা আপু দুজনেই অবাক।
কিচেনে একটি টেবিলের সামনে আইরিন আপুকে দাঁড় করিয়ে দিল কিন্নরী। আইরিন আপু দেখলেন টেবিলে একটা বাস্কেটের ওপর বাংলাদেশের পতাকা রাখা।
এরপর কিন্নরী আইরিন আপুকে পাশের আরেকটি রুমে নিয়ে যায়, যেখানে টেবিল টেনিস বোর্ড রাখা। কিন্তু তখন সবাই চলে যাচ্ছিল, আইরিন আপুরও ফেরার তাড়া ছিল। তখন আইরিন আপু কিন্নরীকে বললেন ,
“কিন্নরী আমি এখন যাবো।”
কিন্নরীর প্রশ্ন, “কেন যাবে? ”
- ওই যে, সবাই যাচ্ছে, না গেলে বকবে তো ...
-বাসায় যাবে ?
-হু
-কেন বকবে ?
-দেরী হয়ে যাচ্ছে যে?
-কেন দেরী হবে ?
(
-আসি কিন্নরী, টা-টা
-কিন্নরী মাথা নাড়ে
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


