১৯ সেপ্টেম্বর (রেডিও তেহরান) : মহানবী (স.)-কে নিয়ে আমেরিকায় অবমাননাকর চলচ্চিত্র তৈরির বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভের কারণে রাশিয়াও গুগল ইঞ্জিনের সহযোগী কোম্পানি ইউটিউব বন্ধ করে দিতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী নিকোলাই নিকিফোরভ।
রাশিয়ার গণমাধ্যম বিষয়ক নতুন আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ভিডিও’র কারণে সারা রাশিয়ায় ইউটিউব বন্ধ করা হতে পারে। এ বিষয়ে যদি আদালত সিদ্ধান্ত দেয় আর ইউটিউব তার ভিডিও ক্লিপ সরিয়ে না নেয় তাহলে ইউটিউবে প্রবেশাধিকার সীমিত করা হবে।”
রুশ মন্ত্রীর এ হুঁশিয়ারির পর রাশিয়ার গুগল কোম্পানির কর্মকর্তারা বলেছেন, যেহেতু তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নেই সে কারণে বিষয়টি আমেরিকায় অবস্থিত সদর দপ্তরকে জানানো হয়েছে।
রুশ সিনেটর রুসলান গাতারভ ইসলাম-বিরোধী এ সিনেমা নিষিদ্ধ ঘোষণার জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানানোর পর দেশটির যোগাযোগ মন্ত্রী ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সিনেটর রুসলান সোমবার বলেছেন, অবশ্যই এ সিনেমার মূল উদ্দেশ্যে হচ্ছে- সমাজে বিভক্তি সৃষ্টি করা এবং সমাজে সহিংসতা ছড়িয়ে দেয়া। এ সিনেমা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ জন্য আমাদেরকে অবশ্যই ইন্টারনেটে এর ক্লিপ দেখার ব্যবস্থা বন্ধ করতে হবে।
এর আগে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বহু দেশে এ ইস্যুতে ইউটিউব নিষিদ্ধ করা হয়েছে।#
রেডিও তেহরান/এসআই/১৯
সূত্র-সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




