ব্লগ এ আমরা কেন বসি? আমার কাছে মনে হয় আমরা আমাদের ভাবের আদান প্রদান করছি। আমরা আমাদের লেখাগুলো অনলাইনে দিতে পারছি। এমনকি আমার লেখাটা কেমন হয়েছে সেটার দায়িত্ব তুলে দিচ্ছি আমার ভাই, বন্ধু, বোনের কাছে। তারা তাদের ইচ্ছে মত মন্তব্য করতে পারবে সেই স্বাধীনতা এবং আমাদের ব্লগে লিখার সুযোগ করে দিয়েছে সামহয়য়ার সে জন্য সামহয়য়ারকে ধন্যবাদ। তাহলে আমার কাছে মনে হয় এমন কোন লিখা আমাদের দেওয়া উচিত নয় যা আমাদের পরিবেশটাকে দুষিত করে। এমনকি আমাদের সামাজিক যে অনলাইন ভিক্তি সর্ম্পকটা রয়েছে এই সম্পর্কটা নষ্ট না হয়। আমি বাংলা সিনেমাকে উদ্দেশ্য করে বলছি না, না বলছি দারাশিকোর পক্ষ হয়ে। আমার বলা যদি আমি নগ্ন বা অশ্লীল সাইট গুলোই দেখবো তাহলে কেউ কি বাধা দিচ্ছে? আপনার নেট কানেকশান আছে, আপনি আপনার ইচ্ছে মত দেখতে পারেন কিন্তু এর মানে এই নয় যে ভাল একটা পরিবেশকে আবেগকে প্রশয় দিয়ে পরিবেশটা নষ্ট করা। আমরা কি পারি না অন্তত আমাদের লিখার যেখানে সুযোগ আছে সে স্থানটা কুলশ মুক্ত রাখা। আমি বাংলা সিনেমার উক্তিগুলো এবং দারাশিকোর উক্তিগুলো পড়েছি। আমার কাছে মনে হয়েছে বিবেদ নয়। সব সাইটই যদি খারাপ হয় তাহলে আমার, আপনার সারাটাক্ষন খারাপ কাজেই ব্যয় হবে। ভাল কাজ করার জন্য বা ভাল পড়া পড়ার জন্য কিছু দিকে আমরা আমাদের আবেগকে প্রশয় না দেই।
শুধু ব্লগ কেন আমরা আস্তে আস্তে প্রতি ক্ষেত্রে আমাদের অন্তত কিছু ভাল কাজকে শেয়ার করবো আমাদের দেশের উন্নতির জন্য তাহলে হয়তো আমরা আমাদের সোনার বাংলাদেশটাকে আবার ফিরে পাবো। পরিশেষে বলছি ভাই আমি জনপ্রিয়তা পাওয়ার জন্য কিংবা হিট বাড়ানো জন্য কথাগুলো শেয়ার করিনি। আমি ব্লগ ব্যবহার করি শখ করে। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪১