আমার এক কলিক আমাকে বলে তুমি মিয়া বিড়ি খাও না এটা খুব খারাপ। আরে মিয়া বিড়ি না খাইলে বউ পালাইবো। আমার খুব হাসি পেয়েছিল। আপনারাই বলুন এ ধরনের উক্তিতে হাসি পাবে না? তার চিন্তাটা দেখেছেন? এভাবেই ধুমপানটা মানুষ তার বন্ধুদের থেকে শিখে। শুধুকি তাই ১০ টাকা অতিরিক্ত খরচ করে বিড়ি খাওয়াবে কিন্তু নাস্তা করতে গেলে শেয়ার করবে না।
যাক, আমি একদিন কলেজ থেকে বাসায় যাবো। রিকশায় উঠলাম। সাথে আর একজন উঠল। লোকটা মধ্য বয়সি। কিছু দুর যেতেই একটা বিড়ি ধরালো। আমার কাছে খুব খারাপ লাগছিল। তাই বললাম ভাই, আমার সমস্যা হচ্ছে। তিনি আমার কথার কোন দাম দিলেন না। এবার কি করি? রিকশা ওয়ালাকে বললাম এই থাম। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আপনাদের মত কিছু লোকের জন্য আমাদের আজ এই অবস্থা। আপনারা নিজের স্বার্থ শিদ্ধির জন্য সব কিছুই করতে পারেন। নিজ নিজ করে দেশটা উজার করে দিয়েছে সব শালারা। কিছুটাতো দেশের কথা বা মানুষের কথা ভাবুন। ওই বেঢা দরকার অইলে তুই ও খা। মানা করছে কে? ওই রিকশা যা তুই।
আপনিতো ভারি অসভ্য। আমি এখানে দাড়িয়ে থাকবো? ভদ্রতা দেখেছেন কিন্তু অভদ্রতা দেখেননি। বিড়িটা পালাবেন? না আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? লোকটা বলল কি নিবি তুই? দাড়া আমার লোকদের ডাকছি? হঠাৎ রিকশা ওয়ালা বলল, ভাই উনি ফরিদ মিয়ার ভাগিনা। লোকটা বলল, কি ফরিদ ভাইয়ে ভাগিনা? রিকশা ওয়ালা বলল হ্যা ভাই। উনি উনার নানার বাড়ি থেকে পড়াশুনা করে।
এবার লোকটা বলল আর বলতে হবে না। যাও ভাগিনা যাও। আমি এখন যাবো না। আমার একটা কাজ আছে এখানে বলে লোকটা দ্রুত গতিতে স্থানান্তর হল। বিড়িটাও ফেলে দিল। আমার মামা এলাকার প্রভাবশালী তাই সে ভয় পেয়েছে। আমার খুব রাগ হচ্ছিল। দুনিয়াটার অবস্থাই এ রকম। শক্তের ভক্ত নরমের জম। আমি বললাম ফেললো না আর আমার মামার নাম শুনতেই ফেলে দিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




