এক দিন অফিস থেকে বের হতে লেট হয়ে যা। আর কি রীতিমত বাস ষ্ট্যান্ড এ গিয়ে দাঁড়ালাম। কোন কাউন্টার বাস নেই। কি করবো বাধ্য হয়ে লোকাল বাসে উঠলাম। তখন রাত ১০.৩০ টা(ডিজিটাল টাইম)। খুব ভিড় তাও উঠে পরলাম। আমি দরজা পাশে দাড়ালাম কারণ ভিতরের যাওয়ার মতো একটু জায়গাও নেই। কিছু দুর যেতে কয়েকজন লোক জোড় করে উঠলো। আমি তাদের উঠার সময় প্রতিবাদ করলাম যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এভাবে ঝুকি নিয়ে যাচ্ছেন কেন? কোন সাড়া শব্দ নেই। বাস চলতে শুরু করল। হঠাৎ একটা লোক চিৎকার করে বলে আমার মোবাইলটা উনি নিয়ে গেলো। যাকে দোষারোপ করা হচ্ছে সে উল্টা তাকে বলছে শালা পকেটমার আমার মোবাইল চুরি করতে ব্যর্থ হয়ে আমারে কয় চোর। লোকটা কান্নায় ভেঙ্গে পড়ে আর বলছে ভাই আমি চোর না আমার মোবাইলটা উনি নিয়ে গেছে। আমাকে তার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে বলে ভাই আমি ড্রাইভার আমার মোবাইলটা লোকটা নিয়ে গেছে। বলতে বলতেই মোবাইল নিয়ে যাওয়া লোকটা তাকে মারধর করতে শুরু করে সাথে আরও কয়েকজনও একসাথে তাল মিলিয়ে শুরু করে। আমি বললাম তাকে মারছেন কেন? যার মোবাইল সে অবশ্য তার মোবাইল নম্বর জানে। ভাই মোবাইল নম্বরটা বলুন? বলতেই ৩-৪জন লোক আমার কথার তোয়াক্কা না করে ভাল লোকটাকে ধরে বাস থেকে নেমে যায় আর পকেটমার বলে মারধর করতে থাকে। আমি বাসের সবাইকে বললাম ভাই লোকটা ভাল, লোকটাকে বাচান। বাস ড্রাইভার দ্রুত বাস ছেড়ে দিল। আমি বললাম কি ভাই লোকটাকে জেনে শুনে বিপদের মুখে ফেলে যাচ্ছেন কেন? ড্রাইভার হেলপারকে বলে উনাকে নামিয়ে দে। আমার তখন খুব রাগ হচ্ছিল।
এটাই বুঝি আমাদের চরিত্র। এরপর প্রায় দিন যখনই ঘটনাটা মনে হয় তখনই খুব খারাপ লাগে।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




