ইন্টারনেট ব্যবহাকারীদের জন্য গ্রামীণফোন নিয়ে এসেছে “ক্রিকেট ব্র্যান্ডেড মোডেম” আর এর সঙ্গে আছে প্রিপেইড ইন্টারনেট সিম। এই মোডেম ও সিম এর দাম ২৭১৫ টাকা (ইন্টারনেট মোডেম ২৫৬৫ টাকা এবং প্রিপেইড ইন্টারনেট সিম ১৫০ টাকা) যা পাওয়া যাবে আজ থেকে ৩১ জুলাই ২০১১ পর্যন্ত। এই অফারে র সাথে আরো আছে ১৫০০ মেগাবাইট ফ্রি ডাটা (২৫০এমবি/মাস) যা সিম চালু হবার পর ছয় মাস ধরে পাওয়া যাবে।
১৫০০ এমবি ফ্রি ডাটা ব্যবহারের শর্তাবলী
* শুধুমাত্র ক্যাম্পেইন চলাকালীন নতুন চালু হওয়া প্রিপেইড ইন্টারনেট সিম এর জন্য প্রযোজ্য
* ১৫০০ এমবি ফ্রি ডাটা পেতে ক্যাম্পেইন চলাকালীন কোন একটি ইন্টারনেট প্যাকেজ (P1/P4/P5/P6/ P7) অবশ্যই চালু করতে হবে
* যে কোন ডাটা প্যাকেজ (P1/ P4/ P5/ P6/ P7) চালু হবার ৭২ ঘন্টার মধ্যে ২৫০ এমবি ফ্রি ডাটা পৌছে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে। পরবর্তী পাঁচ মাসে গ্রাহক প্রতি মাসে ২৫০ এমবি ফ্রি ডাটা পাবেন
* P2 ও P3 গ্রাহকগণ এই ফ্রি অফার ব্যভহার করতে পারবেন না কারণ এগুলো আনলিমিটেড প্যাকেজ
* এই অফার ব্যবহার করতে কমপক্ষে ১০ টাকা রিচার্জ করতে হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





