- ম্যাগাজিন: রবীন্দ্রনাথ-নজরুল বিশেষ সংখ্যার জন্য লেখা চাই! নজরুল ইসলাম
সুহৃয়,
বাঙালির জাতির সাহিত্য ও সংষ্কৃতির দুই বিশাল স্তম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। একজন বিশ্বকবি ও নোবেল বিজয়ী, অন্যজন বিদ্রোহী ও জাতীয় কবি। রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা অন্যদিকে আমাদের রণসঙ্গীত লিখেছেন নজরুল।
রবীন্দ্রনাথ ও নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী আমরা বাংলা সন অনুসারে পালন করলেও একটি পরিহাস এই যে মাতৃভাষা দিবস
আমরা পালন করি ইংরেজি তারিখ অনুসারে। মজার ব্যপার হলো নজরুল ও রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যুদিন পৃথক বাংলা মাসে হলে একই ইংরেজি মাসে। রবীন্দ্রনাথ-নজরুলের জন্ম যথাক্রমে মে মাসের ৭ ও ২৫ তারিখ। মৃত্যু যথাক্রমে ৭ ও ২৯ আগষ্ট। রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই শিকার হয়েছিলেন মৌলবাদিতার। আবার দুজনকে নিয়েই হয়েছে কে কার চেয়ে বড় তার তর্ক-বিতর্ক। একজনকে বড় দেখাতে অন্যজনকে করা হয়েছে ছোট। কিন্তু আমাদের দেশ ও মানস গঠনে দুজনেরই ভূমিকা অবিস্মরীয়। তাই আমরা বারবার তাদের কাছে ফিরে আসি, আসতে হয়। তাই রবীন্দ্রনাথের ১৪৮তম ও লজরুলের ১১০তম জন্মবার্ষিকীকে সামনে রেখে সাহিত্য গ্রুপ আকাশ সাহিত্য চক্র (দেখুন/জয়েন করুন ) একটি ই-ম্যাগাজিন প্রকাশের ইচ্ছা প্রকাশ করছে। i - ম্যাগাজিন: রবীন্দ্রনাথ-নজরুল বিশেষ সংখ্যা শীষক ভার্চুয়াল ম্যাগটিই সম্ভবত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ-নজরুলকে নিয়ে দেশের প্রথম ই-ম্যাগ। এখানে লেখার দ্বার সবার জন্য উন্মুক্ত। নেটিজেনরাই এখানে লিখবেন। অফলাইন থেকে কোন লেখা সংগ্রহ করা হচ্ছে না। এখানে আপনি লিখতে পারেন এই দুই কীর্তিমানকে নিয়ে সাহিত্য বা জীবনী নির্ভর গদ্য, রচনা/নিবন্ধ । তাদের লেখার স্টাইলিস্টিকস সমালোচনা কিংবা পাঠ প্রতিক্রিয়া। ভাষার ক্ষেত্রে আমরা একাডেমিক ভাষার চেয়ে ফ্রি-স্টাইল গদ্যকেই অধিক উৎসাহিত করছি। তবে যে কোন গবেষণামূলক লেখাও পাঠানো যাবে। লিখতে পারেন নজরুল ও রবীন্দ্রনাথকে উৎসগ করে কবিতা অথবা কোন রবীন্দ্রনাথ/নজরুল বিশেষজ্ঞকে নিয়ে লেখা। করতে পারেন উভয়ের যে কোন লেখার ইংরেজি অনুবাদ কিংবা দিতে পারেন কোন গল্প/উপন্যাসকে নাট্যরূপ। আপনার লেখাটি হতে পারে পরীক্ষাধমী। নজরুল/রবীন্দ্রনাথকে চরিত্র বানিয়ে লিখে ফেলতে পারেন কোন গল্প! মোট কথা, রবীন্দ্রনাথ-নজরুল বিষয়ক রচিত, অপ্রকাশিত (অনলাইনে পূবপ্রকাশ শিথিলযোগ্য, তবে উল্লেখ করতে হবে), মৌলিক যে কোন লেখাই পাঠিয়ে দিতে পারেন আপনি। আপনার মূল্যবান লেখাটি নিয়েই প্রকাশিত হবে প্রথম i - ম্যাগাজিন: রবীন্দ্রনাথ-নজরুল বিশেষ সংখ্যা। আপনি নিজে লিখুন, আপনার পরিচিতজনদের লিখতে বলুন। যারা ছবি আকেন তারা নজরুল-রবীন্দ্রনাথকে নিয়ে তাদের চিত্রকম পাঠাতে পারেন। যেহেতু গতানুগতিক কায়দায় কোন ফরমায়েশি লেখা নেয়া হচ্ছে না তাই আপনারদের সবার সক্রিয় অংশগ্রহণই এই অভিনব পথ চলাকে সফল করবে।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
শিগগিরই আপনার ম্যাটারটি পাঠিয়ে দিন। যোগাযোগ : ০১৯২০১৬৮২৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



