নির্জনতার গান
নির্জনতার গান
নজরুল ইসলাম
কৃষ্ণচূড়ার ডালে বসে,
অলস বেলায় একটু খানি
কুহু কুহু মিহি সুরে,
কোকিল তুমি সুর ধ্বনি
আমায় শোনাও।
সুরের খরায় এই চরাচর
পুড়ছে এখন অহনির্শী,
দূর আকাশে মুচকি হাসা
রাতের বেলায় শুভ্র শশী
আমায় দেখাও!
দিগ বিদিগে ধুসর পাতায়,
আলতো ছোঁয়ায় রঙ তুলিতে
দাও ছড়িয়ে রঙের খেলা
তেপান্তরের সব জমিতে।
আমায় রাঙাও।
নদীর... বাকিটুকু পড়ুন

