প্রতি বর্ষায় আমার কাছের মানুষ গুলো কে ছোট করে বলতাম
"শুভ নব বরষা"
আজ এই বৃষ্টি নিয়ে গেল কত গুলো প্রান!!
হয়ত ২-১ জন উপভোগ করছিল ঐ বৃষ্টি, কিন্তু তা যে মৃত্যুর ডাক ছিল কেই বা জানত?
কত কবির ছন্দভরা কবিতা...
আজ কত নিঠুর!!
তবু এই নতুন বরষার প্রথম বেলায়...
আজই নতুন বরষা আবারও শুধুই সৃষ্টি করুক,
ছনদ ভরা কবিতা, গান।
কাদা মাখা ফুটবল খেলা।
রিকশার হুড খুলে ভেজা।
আর শুধুই
শুভ নব বরষা...
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৭ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




