ভারতীয় সমাজবাদী পার্টির মোলায়েম সিং যাদব এবং প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মারকান্দে কাটজু’র পর এবার ভারতের আধ্যাতিক গুরু রামদেব বাংলাদেশ ভারতের অধীনের আসবে বলে আশা ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি পাকিস্তানও ভারতের সাথে একীভূত হবে বলে দাবি করেন।
রামদেব টাকা নিয়ে একজন প্রার্থীকে বিজেপির মনোনয়ন দিতে সহায়তা করার ভিডিও ফাঁস হওয়ার পরে ভারতীয় টিভি চ্যানেল নিউজ২৪ আয়োজিত ফোনলাইভে রামদেব একথা বলেন[১] ।
ভারতীয় টিভি চ্যানেল নিউজ২৪ ভারতের বিহারের সাবেক মন্ত্রী এবং বিজেপি নেতা গিরিরাজ সিং মোদী বিরোধীদের পাকিস্তানে পাঠানোর যে হুমকি দিয়েছে সে প্রসঙ্গে জানতে চাইলে রামদেব বলেন, “নরেন্দ মোদী সরকার যদি ঠিকঠাক মতো ৫ বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ আবার অখন্ড ভারতের অংশ হবে। কাজেই কে ভারতে কে পাকিস্তানে তা নিয়ে চিন্তার কিছু নেই। এবং এটা স্বপ্ন না এটা আমাদের সংকল্প।[২]”
ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকে এধরনের বক্তব্য আসার পর এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় বা সরকারের পক্ষ থেকে কোন প্রকার প্রতিবাদ, নিন্দা বা ক্ষোভ জানানো হয়নি।
এদিকে বাংলাদেশের “বাংলাদেশ সাইবার ৭১”[৩] নামের হ্যাকার গ্রুপ এই ধরনের বক্তব্যের প্রতিবাদে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দলের ওয়েব সাইট (মমতা ব্যানার্জী, নরেন্দ্র মদী প্রমুখ)হ্যাক করে এবং এ ধরনের মন্তব্য ভবিষ্যতে না করার জন্য সর্তক করার কয়েক দিনের মধ্যে ভারতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে এমন বক্তব্য পাওয়া গেল।
তথ্য সূত্র:
[১] http://shar.es/TFDJo
[২]https://www.youtube.com/watch?v=sxF6kdZmkAE
[৩]http://banglanews24.com/English/detailsnews.php?nssl=0103e35453ccce1080726f4bf2a10bc7&nttl=2304201489948

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


