-এই দেখ রিকশা যেতে দিচ্ছে না
- আচ্ছা ঠিক আছে চল নেমে হাটি
-অনেক হাটছি আজকে , আমি আর হাটতে পারবনা।
-চল একটু বসে তারপর হেটে চলে যাই।
-কি আর করা।
-এই পচা মেয়ে একটু কাছে এসে বস না।
-ঢং কত, মানুষজন দেখবে না। পাশে বসলে বলবা হাতটা একটু ধরনা,ঢং।
-এত বকা দাও কেন?
-বকার কাজ কর কেন?
-আচ্ছা বিয়ের পর কি তুমি এত দূরে বসে থাকবা?
-আগে বিয়ে ত হোক , তারপর দেখা যাবে।
-আচ্ছা বিয়ের পরে তুমি ঝগড়া বেশি করবা নাকি ভাব বেশি করবা?
- চল টস করি
-আমার হেড আর তোমার টেইল।
-ঝগড়া নাকি ভাব, হেড হলে ঝগড়া-টেইল হলে ভাব
-আমার হেড
-হা হা হা , টেইল উঠছে।অভ্র নাকি অশ্রু?
-আমি অভ্রকে চাই, হেড ছেলে বাবু
-হেড
-ইয়েয়ে. আমি জিতছি।
-আচ্ছা তুমি আমাকে বেশি ভালবাস নাকি আমি তোমাকে?
-অবশ্যই আমি । আমি তোমাকে আগে ফোন করছি, মনে আছে? হেড
-হমম. হে হে হে দেখ টেইল
-এইটা সম্ভব না
-আরের অনধকারে দেখি নাই, দেখ হেড উটছে।
-হইছে হইছে আমি জানি ঐটা টেইল ছিল, আর আমি এটাও জানি তুমি আমাকে বেশি ভালবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



