২৫ ডিসেম্বর ২০০৯:
-হ্যালো। কে নীল, কেমন আছ?
-এইতো ইমু, তুমি কেমন আছ?
- আমি ভালই আছি? আচ্ছা তোমার কি কখনো আমার কথা মনে পড়ে না?
-হমম , মনে পড়বে না কেনো? অনেক মনে পড়ে, আচ্ছা আমার বিয়েতে তুমি আসবে না?
- তুমি কি আমাকে কষ্ট দিচ্ছ?
-কেনো?
-খুব তুমি ভালো করেই জানো আমি আসবো না।
-ইমু তুমি আমার অনেক ভালো বন্ধু
- আমি তুমার বন্ধু ততদিন ই ছিলাম যতদিন না আমার ভালোলাগা তোমাকে বলা হয়নি । কেনো আমাকে কষ্ট দিচ্ছ?
-আসবে না ইমু ?
-তুমি ভালো থেকো নীল ।
২৫ ডিসেম্বর ২০১০
- ইমু তুমি কি বোঝ না যে আমাদের বিয়ে সম্ভব না ।
-কেনো?
-কারণ তুমি দেখতে ভালো না , ভালো কোনো জব নাই, তোমাদের কিছহু নাই।
-এই, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাস?
-কেনো?
-না আমার মনে হচ্ছে।
- কেনো একথা বলছো? দেখো আমার আব্বু আম্মু অনেক কষ্ট পাবে , আর তুমি এমন কিছু না।
-নীল সব কিছু বাদ দিয়ে শুধু তোমার কথা বলো।
- কি বলব?
-এই মেয়ে ভালোবাসো আমাকে?
-হমমম।
- আমি শুধু এইটুকুই জানতে চাই।
২৫ ডিসেম্বর ২০১১
- নীল আমাদের বিয়ে ঠিক হয়েছে।
-সত্যি? কিভাবে সম্ভব?
- সবই সম্ভব । খুশি তুমি?
- অনেক অনেক অনেক।
- এখন আমাকে একবার বলো
-কি বলবো?
- বলো না?
-উহু
-প্লীজ .. বলো না? একবার বলো?
- ইমু তুমি আমার সবকিছু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



