ডেল স্টুডিও সিরিজের একটা ল্যাপটপ পছন্দ করেছি অনলাইনে। এই সিরিজের বেশি ল্যাপটপ আইডিবি তে দেখলাম না, আর অনলাইনের মত কম দামে ও ইচ্ছেমত ডিজাইন ও কনফিগারেশন বেছে নেওয়ার অপসনটাও নাই এখানে। ডেল যেহেতু বাংলাদেশে শিপমেন্ট করে না, তাই ভাবছি কাওকে দিয়ে বিদেশ থেকে আনাবো।
সেক্ষেত্রে জানতে চাই, এয়ারপোর্টে ল্যাপটপ বহনকারীকে কোন ঝামেলা ফেস করতে হবে কিনা এবং কোন ট্যাক্স দিতে হবে কিনা, দিতে হলে সেটা কি পরিমাণ হতে পারে?
যাদের এ ব্যাপারে অভিজ্ঞতা বা জানাশোনা আছে তাদের কাছে জানতে চাচ্ছি এবং পরামর্শ চাচ্ছি । কোনভাবে সরাসরি দেশেই আনা যায় কিনা অনলাইনে কিনে সেটা জানালেও উপকৃত হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


