বাল মানে কেশ । হিন্দিতে চুলকেই বাল বলা হয় । খারাপ শব্দ না । আবাল একখানা সাহিত্যিক শব্দ । আবাল অর্থ, যার বাল বা কেশ গজায়নি । কেশ গজায়নি এরকম কোন মন্ত্রী -পতিমন্ত্রী, সচিব সরকারের কোন বিভাগে আছে বলে পাগলেও বিশ্বাস করবে না । বিশ্বাস না করার কারণ, কেশ না গজানো সেরকম অল্প বয়সী কেউতো চাকরীতে টিকবে না !
অথচ অদ্ভুত বিষয় , আবাল নয়, শিশু নয়, প্রাপ্ত বয়স্ক কেশ গজানো, কেশযুক্ত মন্ত্রী আমলারা ক্রমশ আবাল হয়ে উঠছেন । অথবা আবাল অর্থাত শিশু হয়ে উঠেছেন বলাই শুদ্ধ হবে ! তাদের সিদ্ধান্তগুলোই মনে করিয়ে দিচ্ছে, তারা আবাল, শিশু নয়তোবা পাগল হয়ে গেছেন ।
চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে, দেশের সব লোকই জানে আসল কারণটা কি ।
ফেইসবুক বন্ধ : অজুহাত হিসেবে নবীজি (সঃ) এর কার্টুন এর কথা বলা হলো । যদিও ফেইসবুক ব্যবহারকারীরা সবাই জানেন, হাসিনার ব্যাঙ্গ কার্টুন প্রকাশের কারণেই ওটা করা হয়েছে ।
শেষ থাবাটা পড়লো, আমার দেশ পত্রিকার উপর । আমার দেশ বিএনপি পন্থী পত্রিকা এটা আমরা জানি । বিরুদ্ধ মতের পত্রিকা চ্যানেল হলেই যদি সেটা বন্ধ করে দিতে হয়, তো এই দেশ , এই নষ্ট রাজনীতিকদের গণতান্ত্রের চর্চা কি ?
কন্ঠরোধ করে কোন সরকার লাভবান হতে পারেনা । সরকার বদলের সঙ্গে সঙ্গে যদি এই নিকৃষ্ট চর্চা বাড়তে থাকে তো, একশ্রেণীর লোভী রাজনীতিকরা ছাড়া ক্ষতিটা হবে এই হতভাগা দেশ এবং জনগণের ।
এইসব চ্যানেল পত্রিকা বন্ধ হবার সঙ্গে সঙ্গে কর্মরত যেসব সাংবাদিক (বোধকরি, হাজারের উপর) বেকার হয়ে পড়লেন, তাদের পরিবারগুলো কিভাবে চলবে ? কর্মসংস্থানের কি হবে ?
প্রতি ঘর থেকে একজন করে চাকরী দেবার নিশ্চয়তা দেয়া সরকার যেভাবে হাজার হাজার মানুষের কাছ থেকে ক্রুর নিষ্ঠুরতায় চাকরী কেড়ে নিচ্ছেন, বেকার করে দিচ্ছেন, যেভাবে কালো থাবায় মিডিয়ার কন্ঠরোধ করছেন, এটাকে আবাল সরকারের আবালামী ছাড়া আর কি বলা যায় ?
মিডিয়ার কন্ঠরোধ করবার এই প্রক্রিয়াকে আপনি কি আবালামী মনে করেন ? আপনি কি আবালামী মনে করেন না ?
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১০ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




