রূপসী বৃষ্টির মনোরম সংগীতের তালে তালে
বিষাদবর্ণ দেওয়াল চুইয়ে চুইয়ে জল গড়িয়ে পড়ুক মাটির সাথে।
অনেকদিন দেখা হয়নি বৃষ্টির সাথে
বারান্দার গ্রিলটাতে মাথা ঠেকিয়ে দেখা হয়নি
অন্ধকারে ভিজে ওঠা গাছের রঙ।
ছমছম করা রাত্রিতে বৃষ্টি নামুক চুপটি করে
যখন এই শহর ঘুমায় কাঙালের হাসি দিয়ে
কাঁপা কাঁপা ছায়ায় আমি উঁকি দিয়ে দাঁড়াব ঠিক জানালার ধারে।
বৃষ্টির ছাঁটে ছাঁটে ভিজে যাওয়া মাটির চিরচেনা সেই গন্ধের টানে
বের হয়ে আসবে এক অচিন গেরুয়া নিঃশ্বাস।
এক নিমিষে হাত বের করে একটু স্পর্শের খোঁজে
অতঃপর বহুদিন পর ছুঁতে পারার আনন্দ হাতে নিয়ে
তোমার মুখে ছুঁয়ে দিব জলের রঙ।
তুমি বকবে না তো? বল
১৬ এপ্রিল ২০১৭
©রুবাইদা গুলশান
ছবি ইন্টারনেট

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




