ইসলাম হলো স্বয়ং ঈশ্বর নির্দেশিত একটা পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা (perfect way of life); কোরান হচ্ছে স্বয়ং ঈশ্বর রচিত পূর্ণাঙ্গ জীবনবিধান (complete code of life)। এ প্রসংগে আল্লাহ নিজেই কোরানে বলেছেনঃ “This day have I perfected your religion for you, completed My favour upon you, and have chosen for you Islam as your religion.” (আজ আমি তোমাদের জন্য ধর্মকে নিখুঁত করেছি; তোমাদের উপর আমার কৃপা পরিপূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে চয়ন করেছি।) (কোরান ৫:৩)
এবং মুসলিমদেরকে পূর্ণাঙ্গ জীবনবিধান কোরানের প্রত্যেকটি আয়াতকে মেনে চলতে হবে; একটিকেও বাদ দেওয়া যাবে না।
আল্লাহ এ প্রসঙ্গে বলেছেন (৪:১৫০-৫১): “Those who deny Allah and His messengers, and (those who) wish to separate Allah from His messengers, saying: "We believe in some but reject others": And (those who) wish to take a course midway. They are in truth (equally) unbelievers; and we have prepared for unbelievers a humiliating punishment.” (যারা আল্লাহ ও তাঁর রসুলকে অস্বীকার করে; এবং যারা আল্লাহকে তাঁর রসুল থেকে পৃথক করে বলে, “আমরা কিছু অংশ গ্রহণ করি এবং কিছু প্রত্যাখ্যান করি”; এবং যারা একটা মাঝামাঝি পথ অনুসরণ করে – তারা সবাই সম পরিমাণ অবিশ্বাসী এবং আমরা অবিশ্বাসীদের জন্য লজ্জাজনক শাস্তি প্রস্তুত করেছি।)
কোরান (২:৮৫) “Do you then believe in a part of the Book and disbelieve in the other? What then is the reward of such among you as do this but disgrace in the life of this world, and on the day of resurrection they shall be sent back to the most grievous chastisement...” (তোমরা কি আসমানী কিতাবের কিছু অংশ বিশ্বাস কর এবং বাকী অংশ প্রত্যাখ্যান কর? তাদের কী প্রতিফল হবে যারা এ জীবনের জন্য এরূপ ঘৃণাত্মক কাজ করে? শেষ বিচারের দিন তাদেরকে সর্বাধিক কঠোর শাস্তি দেওয়া হবে।)
সুতরাং কোরানের প্রত্যেকটি আয়াত বা বাণীকে পূংখানুপুংখ পালন করার মাঝেই একজন মুসলিমের জীবনবিধান নিহিত। এবার আসুন দেখি ইসলাম মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রগুলো সম্পর্কে কি বলছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




