মানবতাবাদের প্রত্যাশা
1.নিরীক্ষা, পরীক্ষা ও যুক্তিবাদী পর্যালোচনার মাধ্যমে পার্থিব জ্ঞান অর্জন করা। মানবতাবাদীরা বিশ্বাস করে জ্ঞান অর্জনের জন্য ও সেই সাথে উপকারী প্রকৌশল উদ্ভাবনের জন্য বিজ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। আমরা যুক্তিবাদী বুদ্ধিমত্তার মাধ্যমে চিন্তাশীলতা, শিল্পকর্ম ও অভ্যন্তরীণ অভিজ্ঞতাকে মূল্য দেই।
2.মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ ও অনিয়ন্ত্রিত বিবর্তনের ফসল। মানবতাবাদীরা প্রকৃতিকে আত্মজাত গণ্য করে। আমরা আমাদের জীবনকেই সব ও যথেষ্ট মনে করি, এবং বাস্তবতাকে আমাদের প্রত্যাশা ও কল্পনা থেকে পৃথক করি। আমরা ভবিষ্যতের প্রতিযোগীতাকে গ্রহণ করি এবং ভীতিহীনভাবে আগামী ও অজানার দিকে ধাবিত হই।
3.নৈতিক মূল্যবোধের উৎপত্তি ঘটবে অভিজ্ঞতার ভিত্তিতে মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা ও স্বার্থ থেকে। মানবতাবাদীরা মানুষের কল্যানে বিশ্বাসী, যা মানুষের অবস্থা, স্বার্থ ও চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে এবং তার পরিধি হবে বিশ্ব-প্রকৃতি বা তারও বাহির পর্যন্ত। আমরা প্রত্যেক ব্যক্তিকে আভ্যন্তরীণ মূল্য ও মর্যাদা সম্পন্ন হিসেবে দেখি, যে দায়িত্ববোধের সাথে স্বাধীনতার সাথে জীবন চালনা করবে।
4.জীবনের অর্থপূর্ণতা নিহিত আছে মানবীয় আদর্শ চর্চায় অংশগ্রহণের মাধ্যমে। আমরা আমাদের সর্বাধিক উন্নয়ন কামনা করি এবং জীবনকে গভীর উদ্দেশ্যবোধে প্রাণবন্ত করে তুলি, জীবনের অস্তিত্ব, তার সমস্যা ও নির্মমতা এবং এমনকি মৃত্যুর অপরিহার্যতা ও চূড়ান্ততার আনন্দ ও সৌন্দর্যের মাঝেই আমরা চমৎকারিত্ব ও বিস্ময় খুঁজে পাই। মানবতাবাদীরা মানবীয় সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে ধারন করে এবং মানবতাবাদী জীবন দর্শন অসময়ে সুখানুভব ও প্রাচুর্য্যের সময়ে উদ্দীপনা যোগায়।
5.মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব এবং মানুষের সাথে সম্পর্কের মাঝে অর্থ খুঁজে পায়। মানবতাবাদীরা প্রত্যাশা করে পারস্পারিক চাওয়া-পাওয়া; এবং প্রচেষ্টা চালায় তা নির্মমতা ও তার প্রতিফল বিহীনভাবে অর্জন করার – যেখানে বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করা হবে সহযোগীতার মাধ্যমে ও সহিংসতার আশ্রয় না নিয়ে। ব্যক্তি-স্বাধীনতাকে পারস্পারিক নির্ভরশীলতার সাথে সংযুক্তি আমাদের জীবনকে সমৃদ্ধতর করে, আমাদের একে অপরের জীবনকে সমৃদ্ধকরণে প্রেরণা যোগায়, এবং শান্তি, ন্যায় ও সকলের জন্য সমান সুযোগের আশাবাদ উৎসাহিত করে।
6.সমাজের স্বার্থে কাজ করা ব্যক্তিগত সুখ-সমৃদ্ধি বর্ধিত করে। প্রগতিশীল সংস্কৃতি কেবলই টিকে থাকার লড়াইয়ের নির্মমতা থেকে মুক্ত হতে এবং দুঃখ-দুর্দশা লাঘব করতে, সমাজের উন্নতি ও বিশ্ব মানবতার উন্নয়নে সচেষ্ট হয়েছে। আমরা মানুষের অবস্থা ও সামর্থ্যের বৈষম্য কমাতে চায়; প্রাকৃতিক সম্পদের ও মানবীয় প্রচেষ্টার ফসলের ন্যায্য বণ্টন চাই, যাতে সবচেয়ে বেশী সংখ্যক মানুষ সুখী জীবন যাপন করতে পারে।
মানবতাবাদীরা সকলের মঙ্গলের কথা চিন্তা করে, বৈচিত্রে বিশ্বাসী এবং ভিন্ন কিন্তু মানবীয় মতামতকে শ্রদ্ধা করে। আমরা উন্মুক্ত ও ধর্মনিরপেক্ষ সমাজে সকলের সমান মানবাধিকার ও গণ-স্বাধীনতা চর্চা বলবত করতে কাজ করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণকে নাগরিক দায়িত্ব মনে করি, এবং প্রকৃতির সত্তা, বৈচিত্র ও সৌন্দর্য্যকে নিরাপদ ও দীর্ঘমেয়াদীভাবে প্রতিরক্ষা করাকে পার্থিব দায়িত্ব মনে করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




