ইসলামে ব্যক্তি কি? ব্যক্তির অবস্থান কি, মূল্য কি?
ইসলামে ব্যক্তি হলো আল্লাহর সৃষ্টি, যে কেবলই আল্লাহর প্রত্যাশিত কর্মকাণ্ড সম্পাদনে নিযুক্ত থাকবে। মানুষ যেমন কম্পিউটার, ঘড়ি, ফোন, টেলিভিশন, রোবট ইত্যাদি উদ্ভাবন করে মানুষেরই প্রত্যাশিত কোন কর্ম সম্পাদনের জন্য, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ঠিক অনুরূপ উদ্দেশ্যে।
মানুষের কোন স্বাধীনতা নেই, স্বাধীন ইচ্ছা নেই (free will)। সে যেন আল্লাহর হাতের পুতুল। প্রকৃতপক্ষে আল্লাহ বলেন তিনি ব্যক্তির জান-মাল সব কিছুই কিনে নিয়েছেনঃ “Lo! Allah hath bought from the believers their lives and their wealth because the Garden will be theirs: they shall fight in the way of Allah and shall slay and be slain.” (দেখ! আল্লাহ বিশ্বাসীদের জীবন ও মালামাল কিনে নিয়েছেন, কেননা বেহেস্তের বাগান হবে তাদের।) (কোরান ৯:১১১)
ইসলামি দৃষ্টিভঙ্গিতে এ জগতে ব্যক্তি যেন আল্লাহর ক্রীতদাস, আল্লাহর কেনা গোলাম এবং তার একমাত্র কাজ হচ্ছে আল্লাহ কর্তৃক কোরানে নির্দেশিত যাবতীয় কর্মকাণ্ড সম্পন্নকরণে নিয়োজিত থাকা। এবং তা ঠিকমত করতে পারলে সে আল্লাহ অপার অনুগ্রহ বা পুরস্কার পাবে পরজগতে। অন্য কথায়, একজন মুসলিমের জীবন সম্পূর্ণরূপে এক কল্পিত পরকালের জন্য উৎসর্গকৃত; ইহকালের জন্য নয়।
আমরা দেখছি যে, ইসলামে ব্যক্তির নিজস্ব সত্তা মানুষের সৃষ্ট যন্ত্রপাতির সত্তার চেয়ে নড়বড়ে। কেননা আল্লাহ মানুষকে কেবল নিজ হাতে সৃষ্টি করেই তাকে হাতে পুতুল করেন নি, তাদের জান-মাল আবার কিনেও নিয়েছেন এবং সে প্রক্রিয়ায় মানুষকে দ্বিতীয় দফা তাঁর হাতের পুতুল বানিয়েছেন।
এবং পৃথিবীতে মানুষের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর নির্দেশনায় হচ্ছে কি না হচ্ছে সেটা হিসেব রাখার জন্য আল্লাহ ব্যক্তির দুই কাঁধে দু’জন ফেরেস্তা রেখেছেন ডায়রী হাতে। ডান কাঁধের ফেরেস্তা লিপিবদ্ধ করবেন তার সমস্ত পূণ্যবাণ, তথা আল্লাহর নির্দেশনা অনুসারে কৃত কর্মকাণ্ড; আর বাম কাঁধের ফেরেস্তা লিপিবদ্ধ করবেন তার পাপ কর্ম, অর্থাৎ সেসব কর্ম যা আল্লাহর নির্দেশনা বিরোধী। এবং আল্লাহ কিয়ামতের দিন বিশ্বকে ধ্বংস করার পর শেষ বিচারের দিন সব মানুষকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন তার পাপ-পূণ্যের বিচার করা হবে ফেরেস্তা দু’জনের লিখিত পাপের লিপি না পূণ্যের লিপি ভারী সে ভিত্তিতে। যার পাপের লিপি ভারী সে যাবে দোজখে এবং যার পূণ্যের লিপি ভারী সে যাবে বেহেস্তে। ইসলামি দৃষ্টিতে এটাই ব্যক্তির জীবনের মোটামুটি রূপরেখা।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




