
এক রঙা এক ঘুড়ি প্রকাশনী বাণিজ্যিক প্রকাশনা সংস্থা নয়! আমরা বই পড়ি, লিখি, পাশাপাশি কম্পোজ, পেইজ মেকআপ, প্রুফ রিডিং, প্রচ্ছদ, সম্পাদনা, প্রি-প্রেস কাজ সহ প্রকাশনার সকল কাজও নিজেরাই করি এবং বই বিক্রির পুরো তহবিল সুবিধা-বঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করি। এটা স্বেচ্ছাসেবী সংস্থা এক রঙা এক ঘুড়ি -এর একটি ফান্ড রাইজিং প্রচেষ্টা, এর মাঝে বাণিজ্য নেই; ভালোবাসা আছে। সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। শিশুদের জন্য কিছু করার অদম্য প্রচেষ্টা আছে।
ঘুড়িদের পাবেন ৫৮৪ নাম্বার স্টলে।
নিমন্ত্রণ রইলো প্রকাশনা উৎসব সহ প্রতিদিনের জন্য!
বইয়ের সাথে থাকুন। বই পড়ুন।
প্রকাশনা উৎসব-
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
বিকাল ৪টা
স্থান- স্টল নাম্বার ৫৮৪, এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
অমর একুশে বইমেলা ২০২৪

মন্তব্য নিয়ে আমার দুটি কথা-
আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কোন পোষ্টে আর মন্তব্য করার সুযোগ রাখবো না। আপনার গত পোষ্টগুলোতেই দেখেছেন মন্তব্য করার অপশন বন্ধ ছিল। ব্লগের পরিবেশ সুস্থ স্বাভাবিক হলে পরবর্তীতে বিবেচনা করবো। আপাতত এভাবেই পোষ্ট দেয়া হবে। সহ লেখক ও ব্লগারদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
ভালো থাকুন সকলে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


