আমার মনেই ছিলো না যে তিন বছর আগের আজকের এই দিনে একাউন্টটি খুলেছিলাম।

দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেছে। মাত্র কয়েকটা পোষ্ট করেছি; কমেন্ট পেয়েছি গাদাগাদা! যদিও ব্লগের হিরোদের সাথে তুলনা করলে কিছুই না।
লিখতে ভালো লাগে; তবে পড়তে আরও বেশী ভালো লাগে। মানুষের কথার সাথে ৯৯% সময়ই আমি একমত হই না। তবে যদি কেউ আমার ব্লগে এসে মন্তব্য প্রকাশ করে, তখন ভিন্ন কথা!
আমাকে হুদা কামেই কেন যেন ৭জন ফলো করে দেখে অবাক লাগে; আমি এমন কোন লেখক না যাকে ফলো করতে হবে। সেই হিসাবে ৭জন অনেক। টিকটকাররা সাত লাখ পেলে যেমন আনন্দ করে, আমার তার থেকে বেশী আনন্দ লাগে; খালি প্রকাশ করি না; ভাব নিয়া থাকি।
কিছু লোককে পছন্দ করতে পারি না; তাদের কেউ কেউও আমাকে পছন্দ করতে পারেন না। এ নিয়ে খুব একটা খারাপ লাগে না। সবাই পছন্দ করে ফেললে বিপদ। তখন আর ভালো লাগবে না কিছুই।
তিন বছর! ক্যামনে কি?
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



