আপনি জানেন আপনি খুব কর্মঠ মানুষ, খুব কষ্ট করে নিজের কাজকর্ম সব ঠিকঠাক মত করবার চেষ্টা করেন, কাজে কোন ফাঁকিবাজি করেন না.....

কিন্তু আপনি প্রায় সব সময়ই আন্ডার এপ্রিসিয়েটেড। এপ্রিসিয়েশন ছাড়েন, মাঝে মধ্যে আপনাকে অন্যের কটাক্ষে পড়তে হয় এই কঠোর পরিশ্রমের জন্য।
এমন সময় আপনার কোন একজন শুভাকাঙ্খী আপনার প্রসংশা শুরু করলো, সেখানে শুধু আপনিই আছেন। কেমন লাগে আপনার? ভালো? মনে হয় লোকের ধান্ধা কি? লজ্জা?
আবার ধরনেন এই একই প্রসংশা আপনার উর্ধতন কোন কারও সামনে করা হলো, আপনার সামনেই। তখন কেমন লাগে?
আবার ধরেন আপনার উর্ধতন কেউ আপনাকে বললো যে সে কারও কাছ থেকে আপনার অমুক অমুক ভালো গুনের কথা শুনেছে; কেমন লাগে?
-------
আপনি কি অন্যের প্রসংশা করেন?
আমাদের বেশীরভাগেরই একটা বড় সমস্যা হচ্ছে প্রসংশা করি না, বরং প্রসংশা চাই! সত্য বলতে আমিও এক সময় এমনটাই ছিলাম। অন্যের প্রসংশা করায় খুব একটা পটু না, কিন্তু আমি চাইতাম। প্রসংশা শুনতে কার না ভালো লাগে? বেশ সময় লেগেছে এটা বুঝতে যে প্রসংশা পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে প্রসংশা করা।
তবে খেয়াল রাখতে হবে প্রসংশা যেন তেলবাজী হয়ে না যায়। আমরা অধিকাংশই প্রসংশার চাইতে মূলত তেলবাজী করতে পছন্দ করি।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




