উপন্যাস হিসাবে হুমায়ুনের বই প্রচুর প্রচুর পড়েছি। উপন্যাস আর কয়েক লেখক যেমন আনিসুল, বুদ্ধদেব গুহ, শীর্ষেন্দু সহ কিছু লোকের পড়েছি, কিন্তু যুত করতে পারি নি। সব লেখার ৯৯%ই ছ্যাবলামী মনে হয়েছে!
বিদেশী বই প্রচুর পড়া হয়েছে, উপন্যাস যেমন পড়া হয়েছে, তেমনি পড়া হয়েছে এন্টারপ্রেনরশিপ ও আত্মউন্নয়ন সংক্রান্ত বই।
দেশী লেখকদের বেশী পড়া হয়েছে মুনির হাসান স্যার এর বই গুলি। তার লেখা ইমোশনাল মার্কেটিং, বিলিয়ন ডলার স্টার্টআপ, শরবতে বাজিমাত, গ্রোথ হ্যাকিং মার্কেটিং এবং পড়ো পড়ো পড়ো বই গুলি পড়া হয়েছে।
তার লেখা ময়াল (বৈজ্ঞানিক কল্পকাহিনী) পড়বার বেশ ইচ্ছা ছিলো, কিন্তু দেশে যাওয়া হচ্ছে না, আবার বই আনানোর মতোও কাউকে পাচ্ছি না দেখে পড়া হচ্ছে না!
এছাড়া প্যাট্রিক লিঞ্চিওনি এর লেখা দ্য ফাইভ ডিসফাংশনস অব এ টিম এর অনুবাদ করেছিলেন ফারজানা মোবিন, সেটাও পড়া হয়েছে।
বর্তমানে পড়ছি এটমিক হ্যাবিটস বইটি। এর একটা বাংলা অনুবাদ হাতে এসেছিলো, কয়েক লাইন পড়ে বাংলার অবস্থা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিলো, তাই রেখে দিয়েছি এবং ইংরেজীটাই পড়ছি। সেই অর্থে ফারজানা মোবিন বেশ ভালো করেছেন।
দেশ থেকে এক ভাই আসছেন, আমাকে বলেছেন ২০ কেজি পর্যন্ত মাল-সামান আনতে পারবেন। তাই ভাবছি তাকে দিয়ে কিছু বই আনাবো!
---------------
এজন্য, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বাংলায় লেখা এন্টারপ্রেনরশিপ ও আত্মউন্নয়ন সংক্রান্ত কিছু বইয়ের নাম, যেগুলি পড়া যায় বা পড়া উচিৎ। জানিয়ে বাধিত করবেন
Photo by Prateek Katyal on Unsplash
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৪৮