প্রথমেই ওয়ার্নিংঃ হিন্দি সিরিয়াল নিয়ে যাদের চুলকানী আছে তারা পোস্টে ঢুকবেন না।
হ্যালো গায়েজ, কেমন আছেন আপনারা?
আজকে আমি স্টার প্লাসের একটি অত্যান্ট জনপ্রিয় হিন্দি সিরিয়াল "কিসমত মে আন্ডেকা ডাব্বু" এর রিভিউ লিখতে বসেছি। কারন টানা দুইবছর ধরে চলার পর এই সিরিয়ালের শেষ পর্বটা আজকেই দেখে ফেললাম
সিরিয়ালটির পুরো গল্পটাই একটি পরিবারের সুখ দুঃখ এবং পারষ্পরিক টানাপড়েন নিয়ে যার ফাঁকে ফাঁকে চলে সিরিয়ালটির নায়ক ডাব্বু এবং নায়িকা দিপিকার স্বরগীয় প্রেম। পুরো ঘটনাই মূলত একটি পরিবারকে ঘিরে তাই এটা বাংলা সিনেমার মত এত অশ্লীল না।
গল্পের শুরুটা হয় সুখি একটা পরিবারকে কেন্দ্র করে যে পরিবারের প্রধান থাকে বাবা। নায়ক তার বাবার ছেলে এবং নায়কের এক বোন। সেই সাথে নায়কের খালাও তাদের সাথে থাকে।
নায়ক ডাব্বু প্রতিদিন অফিসে যায়। একদিন অফিসে যাবার পথে নায়ীকা দিপিকার সাথে ধাক্কা খেয়ে পড়ে দাব্বু। তারপর তারা দুইজনে একসাথে ঘুরতে যায় এবং বিয়ে করে ফেলে। শেষে ডাব্বু নায়ীকাকে তাদের বাসায় নিয়ে আসে। কিন্তু ডাব্বুর পরিবারের কেউ মেনে নিতে না চাইলেও শেষে ছেলের সুখের কথা ভেবে মেনে নেয়।
কিন্তু নায়কের খালা একটা আস্ত খাটাশ। সে ডাব্বুর মা কে কানপড়া দিয়ে দিপিকাকে বাড়ি ছাড়া করার জন্য প্রবোধ দেয়। ডাব্বুর মা তার খালার কথায় গলে গিয়ে দিপিকার উপর শুরু করে মানসিক অত্যাচার। আর তা দেখে গোপনে গোপনে শয়তানি হাসি হাসে খালা চামেলী।
একদিন না দিপিকা থালাবাসন ধুচ্ছিল আর আর তার বাবা মার কথা ভেবে মন খারাপ করছিল। তার মধ্যে খালা চামেলী এসে পড়ায় সে চমকে যায় আর তার হাত থেকে পড়ে গ্লাস ভেঙ্গে যায়। চামেলী এটা দেখে তার মাথায় বাজ পড়ে। সে বাড়ি হইহুল্লা করে জানিয়ে দেয় দিপিকা তাদের সর্বনাস করে ছাড়বে। অলুক্ষনে একটা। কিন্তু সবাই তার কথায় সমর্থন জানায়।
দেখেছেন কত বড় খারাপ একটা?
আমি হলে ওই খালাকে পানিতে চুবিয়ে মারতাম।
তারপর দিপিকাও চেতে যায় এবং ইচ্ছে করে গ্লাস ভাঙ্গে চামেলীকে দেখিয়ে। ওদিকে ডাব্বুর বোনের বিয়ের প্রস্তুতি চলছে সেখানে নাচতে হবে। নায়িকা নাচে ঠিকই কিন্তু চামেলীকে অপমান করার জন্য সে তাকেও নাচতে ডাকে। তখন সে অনেক অপমানিত হয়।
আমার যা ভাল লাগছিল এ সময়
এতে চামেলী আরো চেতে যায়। এদিকে নায়ক ডাব্বু অন্য একটা মেয়ের সাথে প্রেম করা শুরু করে। চামেলী এ সুযোগকে কাজে লাগায়। সে ডাব্বুকে উৎসাহ দেয় এবং ডাব্বুর প্রেমিকার খাবারে বিষ মিশিয়ে দিপিকার নাম দেয়।
চলব...
বাংলাবাঁশ রিভ্যু
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




