কাগুসকল,
আশা করছি বউ বাচ্চা নিয়ে পরম বিনোদনেই আছেন।
অবশ্য না থাকার কোন কারন নাই। দেশে ব্লগারদের উপর যেরকম ধরপাকড় শুরু হইছে তাতে ব্লগারদের প্যান্ট খুলে লুঙ্গি পড়া দায়
আর আপনি তো বিনোদনে থাকবেনই কারন আপনারে যে ধরেনাই এখনো।
এদিক থেকে ফোরামিকরা বেশ নিরাপদেই আছে বলা যায়। হেফাজতে ইসলামী ফোরামিকদের ফাঁসি দাবি করে বসে নাই। অবশ্য ফোরামিকরা সবাই ভদ্র
তবে আপনি যদি একই সাথে ব্লগার এবং ফোরামিক হয়ে থাকেন তাহলে তো মুস্কিল!! নিজের আইপি সহি সালামতে রাখা আপনার জন্য বিশেষ জরুরী।
আর আপনার জন্যই,শুধু আপনার বিনোদন বজায় রাখার জন্যই বাংলাবাঁশ নিয়ে এল প্রক্সি সুবিধা। জাস্ট এই লিংকে ক্লিক করেই উপভোগ করুন অবারিত স্বাধীনতা। আকাম কুকাম যা-ই করেননা কেন সমেস্যা নাই। আপনার আইপি থাকব নিরাপদে।
মানে নিজের আইপি নিজের পকেটে নিয়ে ঘুরবেন। কেউ দেখব না
http://www.banglabash.com/proxy
স্পিড কমবেনা ইনশাল্লাহ ১০০ KB/s পর্যন্ত ।
বিজ্ঞাপনের সাথে বাড়তি বিজ্ঞাপনঃ বাংলাবাঁশে আমন্ত্রন। :!>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




