গ্রাম বাংলার ধাধা আজ বিলুপ্তপ্রায়, এটার চর্চা বাড়ানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এর উত্তর বের করলে আপনাদের চিন্তার পরিধি বাড়বে।আজ আমি আপনাদের ধাধার ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি,আপনারা ধাধার উত্তর দিবেন আমি কমেন্টে উত্তর পরবর্তীতে জানিয়ে দেব।
১।চারদিকে বেত কাটা মধ্যেবসে সাপ বেটা।
২।সাগরে যার জন্ম নগরে তার বাস মাথা ছুলে হয় পুত্রের সর্বনাশ।
৩।হাত আছে পা নাই মাথা তার কাটা আস্তা মানুষ গিলে খায় বুক তার ফাটা।
৪।আজব এক জিনিস দেখে এলাম মাঠে আট পা তার দুই হাটু লেজ আছে তার পিঠে।
৫।ছোট ছোট ছেলেগুলি ভাঙা নায়ে থাকে আগুনের তাপ পেলে লাফাইয়া নাচে।
৬।দুই মায়ের এক সন্তান বলেন দেখি তার কি নাম।
৭।বাটির উপর বাটি তারেই আমরা চাটি।
৮।গোয়াইল বাড়ির হাটে মরা পেটে জ্যান্ত হাটে।
৯।জলে রই স্থলে রই জল বিনা কিছু নাই।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৩২