somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার আইফোন আনলক করুন নিজেই। পর্ব২

২৭ শে মার্চ, ২০১১ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেট ০৩ সেপ্টেম্বর ২০১২
টেকটিউন নামের একটি সাইটে বাংলায় একটা টিউটোরিয়াল পোস্ট করা হয়েছে। লিংক দিলাম দেখতে পারেন। এখানে

উপরের লিংক কাজ না করলে, একই জিনিসের গুগল ডকস লিংক এখানে

আর ইংরেজী টিউটোরিয়ালের লিংক নিচেই আছে ...২৫ শে ফেব্রুয়ারী আপডেট দেখুন।..

আপডেট ২৫ ফেব্রুয়ারী ২০১২
নিচের লিংক থেকে আইওএস ৫.০১ এর আনলক টিউটোরিয়াল দেখে নিতে পারেন। বাংলা টিউটোরিয়ার ওএস ৪.১ পর্যন্ত কাজ করবে। এর পরের ভার্সন আনলক করা শিখতে লিংকে ক্লিক করুন।

Click This Link

আপডেট ৩০-১০-২০১১: টিউটোরিয়াল এখন অনেক পুরাতন হয়ে গিয়েছে। আইওএস ৪.১ পর্যন্ত কাজ করবে। শুধু মাত্র রেফারেন্স হিসেবে নেট-এ রইলো


এখানে পড়ার আগে দয়া করে আগের পর্বটি পড়ে নিন।এখানে


আইফোন আনলক করার জন্য অনেকগুলো সফটওয়ার আছে। আমরা সহজ একটি পদ্ধতি নিয়ে কাজ করবো।
আপনার লাগবে আইওএস ৪.১ -এটি কারন এর পর আপডেট করে খুব বেশি কিছু পাবেন না। আমি এটি দিয়েই করেছি।
লাইম রেইন নামের একটি সফটওয়ার। এটি উইন্ডোজে চলে বলে বেছে নেওয়া হল।
ডাটা কেবল
আইফোন
ওয়াইফাই ইন্টারনেট

প্রথম কাজ আইওএস ইন্সটল করা। এটি তাদের জন্যই দরকার যাদের ওএস ভার্সন পুরাতন এবং ওই পুরাতন ভার্সন আপডেট করতে চান। যাদের ওএস ৪ বা বেশি তারা এই অংশ না পড়ে সোজা জেইল ব্রেক টিউটোরিয়াল অংশে চলে যান।

সফটওয়ার আপডেট: যদি আপনার ওএস আপডেট করতে হয় তাহরে ৪.১ এর উপরে যাওয়া ঠিক হবে না। এপলের সাইট থেকে ৪.১ ডাউনলোড করে ফেলুন। কিভাবে করবেন সেটা এখানে জানতে হলে আপনার দোকানে চলে যাওয়াই দরকার। ফাইলটা পিসিতে কোথাও সেভ করে, আইটিউন দিয়ে আইফোন আপডেট করুন। মনে রাখতে হবে আইটিউন দিয়ে সরাসরি ইন্টারনেট থেকে আপডেপ দেবেন না। তাহলে ৪.৩ ওএস ইন্সটল হয়ে যাবে। আবার বলছি, যদি আপনার আইফোন 'আনলক' করার ইচ্ছে থাকে তাহলে ৪.১ এর উপরে না যাওয়াই উচিত। আমি আগের টিউটোরিয়ালে আনলক এবং জেইল ব্রেকের পার্থক্য বলেছি। আবার নতুন করে বলার ইচ্ছে নাই।

আইটিউন দিয়ে ওএস ৪.১ আপডেটের সময় শিফট বাট চেপে রিস্টোর করুন। এ বিষয়ে অনেক টিউটোরিয়াল পাবেন। যদি এর পরও কেউ না পারেন তাহলে পরে এক সময় এটি শিখিয়ে দেবো।

আপনার আপডেটের কাজ শেষ হলে জেইল ব্রেক করতে হবে।


জেল ব্রেক করার কাজে লাইম রেইন বা Limera1n নামে একটি সফটওয়ার ব্যবহার করবো আমরা। লাইম রেইন দিয়ে মোটামুটি সব আইওএস, আইফোন৪, আইফোন ৩জিএস, আইপড টাচ ৪জি, থ্রিজি, আইপ্যাডের ওএস ৪.১, ইত্যাদি ইত্যাদি জেইলব্রেক করা সম্ভব। আপাতত এটিই আমাদের প্রথম হাতিয়ার।

আরেকটি কথা, আপনার মডেম ফার্মওয়ার আপডেট করবেন না। মানে আইটিউন্স ব্যবহার করে সোজা ফার্মওয়ার আপডেট দিয়েছেন তো মরেছেন। তাহলে কি করবেন? যা আছে তাই জেল ব্রেক করতে হবে।

প্রথমেই http://limera1n.com/ এ ঢুকে উইন্ডোজের জন্য কিংবা দরকার হলে ম্যাকের জন্য লাইমরেইনটা নামিয়ে ফেলুন। ছোট একটি সফটওয়ার। সময় লাগবে না মোটেই।

ডেটা কেবল দিয়ে আপনার ডিভাইস কানেক্ট করুন। এবং লাইম রেইন চালান। ছোট একটি উইন্ডোতে আসবে make it rain, ক্লিক করুন।

এখানে আপনাকে DFU বা ডিপ ফার্মওয়ার আপডেট মোডে ঢুকতে হবে। অনস্ক্রিন নির্দেশনা পালন করুন।

যা আসবে সেটি বলে নেই এখানে। আবারো বলছি, এই অংশটুকু আপনি লাইম রেইনের স্ক্রিনেই পাবেন।
প্রথমে হোম এবং পাওয়ার বাটন চেপে ধরতে হবে।
তিন চার সেকেন্ড পর পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে। (হোম বাটন নয় কিন্তু)
এরপর বাকি কাজ সফটওয়ার শেষ করবে। আপনাকে জানান দেবে জেইল ব্রেক করা হয়েছে।
ফোন রিস্টার্ট দেওয়ার পর আপনি আপনার ফোনে লাইমরেইন নামে নতুন একটি আইকন পাবেন। সবুজ পানির ফোটার মত দেখতে হবে এটি।

এবার আপনার দরকার হবে ওয়াইফাই কানেকশন। কারন আপনার ফোনে এখনো কোন সিমকার্ড কাজ করছে না। তাহলে ওয়াইফাই-এ কানেক্ট করে আপনার ফোনে নতুন ইন্সটল করা লাইমরেইন ওপেন করুন।

যখন লাইম রেইন প্যাকেজ সিলেক্ট করতে বলবে, আপনার হাতে তখন আসলে একটাই অপশন। সাইডিয়া বা cydia। ওটাই সিলেক্ট করুন।

ওয়াইফাই দিয়ে সাইডিয়া ডাউনলোড হয়ে ইন্সটল হবে। অপেক্ষা করুন। আপানার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর নির্ভর করবে কতক্ষন লাগবে। সাধারন ১০-১৫ মিনিটেই হয়ে যায়। স্পিড ভালো হলে ২-১ মিনিট।

সাইডিয়া ইন্সটল হয়ে গেলে আপনি চাইলে, লাইমরেইনে ঢুকে ওটা আনইন্সটল করে দিতে পারেন। কারন এটি আপনার আর দরকার নেই। আর চাইলে রেখেও দিতে পারেন।

আপনার ফোন জেইল ব্রেক হয়ে গিয়েছে।
এখানে এডভান্স ইউজারদের জন্য বলি, জেইল ব্রেকের জন্য আরো সফটওয়ার আছে, আপনারা চাইলে খুজে বের করুন।

শুধু জেইল ব্রেকেই আপনার হয়ে গেলে আপনি এখানেই পড়া শেষ করে দিতে পারেন। আপনি যদি আইফোনের জন্য নির্ধারিত ফোন কোম্পানীই ব্যবহার করতে চান কিন্তু হয়তো আপনার এপলের সাইন ছাড়া সফটওয়ার ইন্সটল করা দরকার তাহলে আপনার এই জেইল ব্রেক দরকার হবে।

কিন্তু আমরা যারা আইফোন আনলক করতে চাই, তাদের এই জেইল ব্রেকের পরও আরো কিছু কাজ বাকি আছে। জেইল ব্রেক করা হলো ফোন আনলক করার সফটওয়ার গুলো ইন্সটলের জন্য।

এজন্য আমাদের দরকার সাইডিয়া।

ওয়াইফাই কানেক্ট করে সাইডিয়া চালু করুন।
যাই দেখাক না কেন, নিচে দেখুন লেখা আএ সাইডিয়া, সেকশনস, চেঞ্জেস, ম্যানেজ এবং সার্চ।
ম্যানেজ ট্যাবে টাচ করুন।
এরপর দেখবেন লেখা আছে প্যাকেজেজ, সোর্সেজ, স্টোরেজ
সোর্সেজ এ টাচ করুন।
উপরে দেখুন টাচ করার দুটি জায়গা, ম্যানেজ এবং এডিট
এডিটে ক্লিক করুন।
উপরে বামে দেখুন 'এড'
টাচ করুন। এবং ঠিকানু লিখুন http://repo666.ultrasn0w.com
কোন ভুল যেন না হয়। এড করুন।
এরপর সাইডিয়া বেশ কিছু কাজ করবে।
কাজ শেষ করে আল্ট্রাস্নো চালু করুন।
এবারে আপনি আপনার আইফোনে যেকোন সিম কার্ড ব্যবহার করতে পারবেন।

স্যাম: অনেক সময় পুশ সার্টিফিকেটের জন্য ব্যাটারী ড্রেন আউট হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আপনাকে স্যাম ইন্সটল করতে হবে। এটি আইফোনকে বিকল্প ভাবে এক্টিভেট করে দেবে। যেভাবে আল্ট্রাস্নো ইন্সটল করেছেন সেভাবেই স্যাম ইন্সটল করতে হবে। এজন্য এড সোর্স-এ গিয়ে http://repo.bingner.com এটি এড করুন।
‘SAM’ এবং ‘SAMPrefs’ ইন্সটল করুন।
এবার আইফোনের সেটিংস এ গিয়ে দেখুন 'স্যাম' পাবেন।
স্যামের সেটিংস এ গিয়ে “Revert Lockdownd to Stock” এ ক্লিক করুন।
শেষ হলে, আবার সেটিংস এ গিয়ে ‘De-activate iPhone’. সিলেক্ট করুন।
এর পর আবার এক্টিভেট করুন।

আশা করি পুশ সার্টিফিকেটের সমস্যা সমাধান হবে।

ধন্যবাদ।

যাদি এখানে কোন তথ্য ভুল থাকে দয়া করে জানাবেন আপডেট করে দেবো। আর নতুন কোন আইডিয়া থাকলেও জানাবেন।

আর এটি একটি পদ্ধতি। আইফোন আনলক করার জন্য অনেক অনেক সফট আছে। দয়া করে সব কিছু ভালো করে পড়ে কাজটি করার চেষ্টা করবেন। শুধু এই টিউটোরিয়াল নয়, যদি পারেন আরো আরো খুজে বের করে আবার পড়ুন। তার পর কাজে হাত দিন।

আমি এখানে দেখাতে চেষ্টা করেছি আইফোন আনলকের জন্য ধাপগুলো কি কি হবে। আমি নিজে এভাবে পাইনি, অনেক পড়ে বুঝে তারপর করতে পেরেছি। আপনি এখন জানের ধাপগুলো কি কি। তাই ওই সব ধাপ নিয়ে আরো পড়ুন দয়া করে।

শেষ বার বলছি,

১. ওএস আপডেট। আপনার ফোনে লেটেস্ট ওএস থাকলে ওএস আপডেট দরকার নেই। মডেম ফার্মওয়ার আপগ্রেড করবেন না।
২. জেইল ব্রেকের জন্য আমরা ব্যবহার করেছি লাইম রেইন। এছাড়াও আরো আছে, যেমন গ্রীন পয়জন
৩. জেইল ব্রেক হয়ে গেলে সাইডিয়া দিয়ে আল্ট্রাস্নো।
৪. এরপর স্যাম দরকার তখনই যদি আপনি ব্যাটারী ডেনেজ সমস্যায় পড়েন নাহলে নয়।


সব শেষে বলছি, যাই করুন নিজের চেষ্টায় এবং নিজের দায়িত্বে করুন। ছবি দিতে পারলাম না। তবে যতটুকু পেরেছি বর্নণা করেছি।


আপডেট: ৩ এপ্রিল ২০১১
আজকে ব্রাউজ করতে গিয়ে টেকটিউনেও দেখলাম আনলক নিয়ে কথা বার্তা। চাইলে দেখতে পারেন। http://techtunes.com.bd/mobileo/tune-id/59870

আপডেট ৪, ৯ই জানুয়ারী ২০১২

আইফোন ৩জিএস, ৪, আইপড টাচ ৩জি এবং ৪ জি এবং আইপ্যাড ১ এর ওএস ৪.৩ এর জেল ব্রেক এখন চাইলে jailbrealMe.com এ গিয়ে করে নিতে পারবেন। এতে আপনার কোন পিসির দরকার হবে না।

জেইল ব্রেক এবং আনলক বিষয়ে বিস্তারিত পড়তে পারেন:

http://blog.iphone-dev.org/
http://jailbreakqa.com/
http://www.iclarified.com/
http://modmyi.com/jailbreak/
আপডেট ২৫ ফেব্রুয়ারী ২০১২ নিচের লিংক থেকে আইওএস ৫.০১ এর আনলক টিউটোরিয়াল দেখে নিতে পারেন। বাংলা টিউটোরিয়ার ওএস ৪.১ পর্যন্ত কাজ করবে। এর পরের ভার্সন আনলক করা শিখতে লিংকে ক্লিক করুন।

Click This Link

আপডেট ৩০-১০-২০১১: টিউটোরিয়াল এখন অনেক পুরাতন হয়ে গিয়েছে। আইওএস ৪.১ পর্যন্ত কাজ করবে। শুধু মাত্র রেফারেন্স হিসেবে নেট-এ রইলো


এখানে পড়ার আগে দয়া করে আগের পর্বটি পড়ে নিন।এখানে


আইফোন আনলক করার জন্য অনেকগুলো সফটওয়ার আছে। আমরা সহজ একটি পদ্ধতি নিয়ে কাজ করবো।
আপনার লাগবে আইওএস ৪.১ -এটি কারন এর পর আপডেট করে খুব বেশি কিছু পাবেন না। আমি এটি দিয়েই করেছি।
লাইম রেইন নামের একটি সফটওয়ার। এটি উইন্ডোজে চলে বলে বেছে নেওয়া হল।
ডাটা কেবল
আইফোন
ওয়াইফাই ইন্টারনেট

প্রথম কাজ আইওএস ইন্সটল করা। এটি তাদের জন্যই দরকার যাদের ওএস ভার্সন পুরাতন এবং ওই পুরাতন ভার্সন আপডেট করতে চান। যাদের ওএস ৪ বা বেশি তারা এই অংশ না পড়ে সোজা জেইল ব্রেক টিউটোরিয়াল অংশে চলে যান।

সফটওয়ার আপডেট: যদি আপনার ওএস আপডেট করতে হয় তাহরে ৪.১ এর উপরে যাওয়া ঠিক হবে না। এপলের সাইট থেকে ৪.১ ডাউনলোড করে ফেলুন। কিভাবে করবেন সেটা এখানে জানতে হলে আপনার দোকানে চলে যাওয়াই দরকার। ফাইলটা পিসিতে কোথাও সেভ করে, আইটিউন দিয়ে আইফোন আপডেট করুন। মনে রাখতে হবে আইটিউন দিয়ে সরাসরি ইন্টারনেট থেকে আপডেপ দেবেন না। তাহলে ৪.৩ ওএস ইন্সটল হয়ে যাবে। আবার বলছি, যদি আপনার আইফোন 'আনলক' করার ইচ্ছে থাকে তাহলে ৪.১ এর উপরে না যাওয়াই উচিত। আমি আগের টিউটোরিয়ালে আনলক এবং জেইল ব্রেকের পার্থক্য বলেছি। আবার নতুন করে বলার ইচ্ছে নাই।

আইটিউন দিয়ে ওএস ৪.১ আপডেটের সময় শিফট বাট চেপে রিস্টোর করুন। এ বিষয়ে অনেক টিউটোরিয়াল পাবেন। যদি এর পরও কেউ না পারেন তাহলে পরে এক সময় এটি শিখিয়ে দেবো।

আপনার আপডেটের কাজ শেষ হলে জেইল ব্রেক করতে হবে।


জেল ব্রেক করার কাজে লাইম রেইন বা Limera1n নামে একটি সফটওয়ার ব্যবহার করবো আমরা। লাইম রেইন দিয়ে মোটামুটি সব আইওএস, আইফোন৪, আইফোন ৩জিএস, আইপড টাচ ৪জি, থ্রিজি, আইপ্যাডের ওএস ৪.১, ইত্যাদি ইত্যাদি জেইলব্রেক করা সম্ভব। আপাতত এটিই আমাদের প্রথম হাতিয়ার।

আরেকটি কথা, আপনার মডেম ফার্মওয়ার আপডেট করবেন না। মানে আইটিউন্স ব্যবহার করে সোজা ফার্মওয়ার আপডেট দিয়েছেন তো মরেছেন। তাহলে কি করবেন? যা আছে তাই জেল ব্রেক করতে হবে।

প্রথমেই http://limera1n.com/ এ ঢুকে উইন্ডোজের জন্য কিংবা দরকার হলে ম্যাকের জন্য লাইমরেইনটা নামিয়ে ফেলুন। ছোট একটি সফটওয়ার। সময় লাগবে না মোটেই।

ডেটা কেবল দিয়ে আপনার ডিভাইস কানেক্ট করুন। এবং লাইম রেইন চালান। ছোট একটি উইন্ডোতে আসবে make it rain, ক্লিক করুন।

এখানে আপনাকে DFU বা ডিপ ফার্মওয়ার আপডেট মোডে ঢুকতে হবে। অনস্ক্রিন নির্দেশনা পালন করুন।

যা আসবে সেটি বলে নেই এখানে। আবারো বলছি, এই অংশটুকু আপনি লাইম রেইনের স্ক্রিনেই পাবেন।
প্রথমে হোম এবং পাওয়ার বাটন চেপে ধরতে হবে।
তিন চার সেকেন্ড পর পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে। (হোম বাটন নয় কিন্তু)
এরপর বাকি কাজ সফটওয়ার শেষ করবে। আপনাকে জানান দেবে জেইল ব্রেক করা হয়েছে।
ফোন রিস্টার্ট দেওয়ার পর আপনি আপনার ফোনে লাইমরেইন নামে নতুন একটি আইকন পাবেন। সবুজ পানির ফোটার মত দেখতে হবে এটি।

এবার আপনার দরকার হবে ওয়াইফাই কানেকশন। কারন আপনার ফোনে এখনো কোন সিমকার্ড কাজ করছে না। তাহলে ওয়াইফাই-এ কানেক্ট করে আপনার ফোনে নতুন ইন্সটল করা লাইমরেইন ওপেন করুন।

যখন লাইম রেইন প্যাকেজ সিলেক্ট করতে বলবে, আপনার হাতে তখন আসলে একটাই অপশন। সাইডিয়া বা cydia। ওটাই সিলেক্ট করুন।

ওয়াইফাই দিয়ে সাইডিয়া ডাউনলোড হয়ে ইন্সটল হবে। অপেক্ষা করুন। আপানার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর নির্ভর করবে কতক্ষন লাগবে। সাধারন ১০-১৫ মিনিটেই হয়ে যায়। স্পিড ভালো হলে ২-১ মিনিট।

সাইডিয়া ইন্সটল হয়ে গেলে আপনি চাইলে, লাইমরেইনে ঢুকে ওটা আনইন্সটল করে দিতে পারেন। কারন এটি আপনার আর দরকার নেই। আর চাইলে রেখেও দিতে পারেন।

আপনার ফোন জেইল ব্রেক হয়ে গিয়েছে।
এখানে এডভান্স ইউজারদের জন্য বলি, জেইল ব্রেকের জন্য আরো সফটওয়ার আছে, আপনারা চাইলে খুজে বের করুন।

শুধু জেইল ব্রেকেই আপনার হয়ে গেলে আপনি এখানেই পড়া শেষ করে দিতে পারেন। আপনি যদি আইফোনের জন্য নির্ধারিত ফোন কোম্পানীই ব্যবহার করতে চান কিন্তু হয়তো আপনার এপলের সাইন ছাড়া সফটওয়ার ইন্সটল করা দরকার তাহলে আপনার এই জেইল ব্রেক দরকার হবে।

কিন্তু আমরা যারা আইফোন আনলক করতে চাই, তাদের এই জেইল ব্রেকের পরও আরো কিছু কাজ বাকি আছে। জেইল ব্রেক করা হলো ফোন আনলক করার সফটওয়ার গুলো ইন্সটলের জন্য।

এজন্য আমাদের দরকার সাইডিয়া।

ওয়াইফাই কানেক্ট করে সাইডিয়া চালু করুন।
যাই দেখাক না কেন, নিচে দেখুন লেখা আএ সাইডিয়া, সেকশনস, চেঞ্জেস, ম্যানেজ এবং সার্চ।
ম্যানেজ ট্যাবে টাচ করুন।
এরপর দেখবেন লেখা আছে প্যাকেজেজ, সোর্সেজ, স্টোরেজ
সোর্সেজ এ টাচ করুন।
উপরে দেখুন টাচ করার দুটি জায়গা, ম্যানেজ এবং এডিট
এডিটে ক্লিক করুন।
উপরে বামে দেখুন 'এড'
টাচ করুন। এবং ঠিকানু লিখুন http://repo666.ultrasn0w.com
কোন ভুল যেন না হয়। এড করুন।
এরপর সাইডিয়া বেশ কিছু কাজ করবে।
কাজ শেষ করে আল্ট্রাস্নো চালু করুন।
এবারে আপনি আপনার আইফোনে যেকোন সিম কার্ড ব্যবহার করতে পারবেন।

স্যাম: অনেক সময় পুশ সার্টিফিকেটের জন্য ব্যাটারী ড্রেন আউট হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আপনাকে স্যাম ইন্সটল করতে হবে। এটি আইফোনকে বিকল্প ভাবে এক্টিভেট করে দেবে। যেভাবে আল্ট্রাস্নো ইন্সটল করেছেন সেভাবেই স্যাম ইন্সটল করতে হবে। এজন্য এড সোর্স-এ গিয়ে http://repo.bingner.com এটি এড করুন।
‘SAM’ এবং ‘SAMPrefs’ ইন্সটল করুন।
এবার আইফোনের সেটিংস এ গিয়ে দেখুন 'স্যাম' পাবেন।
স্যামের সেটিংস এ গিয়ে “Revert Lockdownd to Stock” এ ক্লিক করুন।
শেষ হলে, আবার সেটিংস এ গিয়ে ‘De-activate iPhone’. সিলেক্ট করুন।
এর পর আবার এক্টিভেট করুন।

আশা করি পুশ সার্টিফিকেটের সমস্যা সমাধান হবে।

ধন্যবাদ।

যাদি এখানে কোন তথ্য ভুল থাকে দয়া করে জানাবেন আপডেট করে দেবো। আর নতুন কোন আইডিয়া থাকলেও জানাবেন।

আর এটি একটি পদ্ধতি। আইফোন আনলক করার জন্য অনেক অনেক সফট আছে। দয়া করে সব কিছু ভালো করে পড়ে কাজটি করার চেষ্টা করবেন। শুধু এই টিউটোরিয়াল নয়, যদি পারেন আরো আরো খুজে বের করে আবার পড়ুন। তার পর কাজে হাত দিন।

আমি এখানে দেখাতে চেষ্টা করেছি আইফোন আনলকের জন্য ধাপগুলো কি কি হবে। আমি নিজে এভাবে পাইনি, অনেক পড়ে বুঝে তারপর করতে পেরেছি। আপনি এখন জানের ধাপগুলো কি কি। তাই ওই সব ধাপ নিয়ে আরো পড়ুন দয়া করে।

শেষ বার বলছি,

১. ওএস আপডেট। আপনার ফোনে লেটেস্ট ওএস থাকলে ওএস আপডেট দরকার নেই। মডেম ফার্মওয়ার আপগ্রেড করবেন না।
২. জেইল ব্রেকের জন্য আমরা ব্যবহার করেছি লাইম রেইন। এছাড়াও আরো আছে, যেমন গ্রীন পয়জন
৩. জেইল ব্রেক হয়ে গেলে সাইডিয়া দিয়ে আল্ট্রাস্নো।
৪. এরপর স্যাম দরকার তখনই যদি আপনি ব্যাটারী ডেনেজ সমস্যায় পড়েন নাহলে নয়।


সব শেষে বলছি, যাই করুন নিজের চেষ্টায় এবং নিজের দায়িত্বে করুন। ছবি দিতে পারলাম না। তবে যতটুকু পেরেছি বর্নণা করেছি।


আপডেট: ৩ এপ্রিল ২০১১
আজকে ব্রাউজ করতে গিয়ে টেকটিউনেও দেখলাম আনলক নিয়ে কথা বার্তা। চাইলে দেখতে পারেন। http://techtunes.com.bd/mobileo/tune-id/59870

আপডেট ৪, ৯ই জানুয়ারী ২০১২

আইফোন ৩জিএস, ৪, আইপড টাচ ৩জি এবং ৪ জি এবং আইপ্যাড ১ এর ওএস ৪.৩ এর জেল ব্রেক এখন চাইলে jailbrealMe.com এ গিয়ে করে নিতে পারবেন। এতে আপনার কোন পিসির দরকার হবে না।

জেইল ব্রেক এবং আনলক বিষয়ে বিস্তারিত পড়তে পারেন:

http://blog.iphone-dev.org/
http://jailbreakqa.com/
http://www.iclarified.com/
http://modmyi.com/jailbreak/
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
২৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ লিখেছি: কথাটার পরে ভাসছে ১১ বছর ১১ মাস... কথাটা

লিখেছেন আবু ছােলহ, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:১৮

ব্লগ লিখেছি: কথাটার পরে ভাসছে ১১ বছর ১১ মাস... কথাটা

গুগল থেকে নেয়া ছবি।

সামুতে মাল্টি নিক নিয়ে অনেকেই কথা বলেন। অনেকের কাছে মাল্টি যন্ত্রণারও কারণ। শুধু যন্ত্রণা নয়, নরক যন্ত্রণাও... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×