somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোকিয়া s40 সিরিজের মোবাইলে গুগল সিনক্রোনাইজেশন

২৮ শে জুন, ২০১২ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই টিউটোরিয়াল হয়তো কোনদিনই লিখতে বসতাম না। সমস্যার শুরু হল যখন আমার বাবার নোকিয়া ২৭০০ ক্লাসিক মোবাইল ফোনটা প্রায় নষ্ট হতে বসলো। অন হয়েই অফ হয়ে যায়। ২৭০০ এর এই অন-অফ হওয়া নিয়ে অনলাইনে একটু পড়া লেখা করে জানলাম, অধিকাংশ ক্ষেত্রে দুটো ছোট ছোট আইসি নষ্ট হওয়ার ফলেই এই সমস্যা এবং সেটা ভালো হওয়ার সুযোগ ৫০ শতাংশেরও কম। তাই অনেকবার চেষ্টা করে একবারের জন্য ১৫ সেকেন্ড সময় পেয়েছিলাম মোবাইলে সেভ করে রাখা ফোন নম্বরগুলো সেভ করার। বাবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আর অফিসের কলিগদের এত ফোন নম্বর আবার যোগার করা রীতিমত দুসাধ্য কাজ। তাই ফোন নম্বরগুলো সেভ করা গেছে, এটা শুনে বাবা খুবই খুশি।

এবার তার জন্য কেনা হল, নকিয়া x2-05 । কদিন চালালেন, কিন্তু উদ্ধার করা ফোন নম্বর তো আর সেভ করতে পারিনা। আপাতত সমস্যা সমাধানে সব গুলো নম্বর বাবাকে প্রিন্ট করে দেয়া হল। তিনি কাগজ উল্টে উল্টে ফোন নম্বর বের করেন, তারপর মোবাইলে ডায়াল করেন!

শেষে পড়ালেখা শুরু হল। আমি আগেই বাবার জি-মেইল এর এড্রেসবুকে সব ফোন নম্বর আপলোড করে দিয়েছি। একই সাথে সবগুলো নম্বরের একটি ফাইল কয়েকজায়গায় সেভ করে রাখা হয়েছে।

আমি চিন্তা করছিলাম কিভাবে গুগলের সাথে বাবার মোবাইল সিনক্রোনাইজ করা যায়। তাহলে নতুন নম্বর সেভ করলে সেটাও গুগলে থাকবে। হারানোর ভয় নেই।

নোকিয়ার s40 সিরিজের মোবাইলের একটা সমস্যা হলো গুগলে সরাসরি সিনক্রোনাইজ করার ব্যবস্থা এতে নেই, যেমনটা আছে নকিয়ার s60 সিরিজের মোবাইল, কিংবা আইফোন অথবা এনড্রয়েড গুলোতে।

তার মানে কিন্তু এই নয় যে সেটা একেবারেই নোকিয়ার s40 সিরিজের মোবাইলে করা যাবে না। বিষয়টি সহজই বলা চলে।

নোকিয়া s40 সিরিজের মোবাইলে গুগল সিনক্রোনাইজেশন:

১. প্রথমেই নিশ্চিত হয়ে নিন,

অ. আপনি কোন মোবাইলো কোম্পানির ফোন ব্যাকআপ ব্যবহার করতে পারেন না অথবা

আ. আপনি কোন মোবাইলো কোম্পানির ফোন ব্যাকআপ ব্যবহার করতে চান না।

তারপর নিশ্চিত হয়ে নিন যে

ক. আপনার মোবাইলের সেটিংস মেন্যুতে synchronize and backup অথবা synchronize অপশনটি আছে। যদি না থাকে তাহলে টিউটোরিয়াল পড়া এখানেই শেষ। L

খ. আপনার মোবাইলে ইন্টারনেট কাজ করছে। যদি না করে তাহলে সেটাকে কাজ করানোর ব্যবস্থা করুন।

সব ঠিক থাকলে পরের পার্ট।

২. এবার তাহলে সেটিংস মেন্যুতে চলে যান। খুজে দেখুন ‘configuration settings’ নামে একটা মেন্যু পাবেন।

সেখানেই নিচের দিকে ‘personal configuration settings’ দেখতে পাবেন। সেটায় ঢুকে ‘add a new profile’ সিলেক্ট করুন।

৩. এবারে কি ধরনের প্রফাইল এড করতে চাইছেন, সেই জায়গায় এসে Synchronization সিলেক্ট করুন। একারে জায়গামতো নিচের সেটিংস গুলো বসিয়ে দিন।

*Account name: যাখুশি তাই লিখতে পারেন। তবে বোঝার সুবিধার জন্য লিখুন google sync

* server address: https://m.google.com/syncml

* server database name: contacts

* Accesspoint: এখানে আপনার ইন্টারনেট একসেস পয়েন্টের নামটা সিলেক্ট করে দিন।

*Port: যদি পোর্ট নম্বর চায় তাহলে 443 দিন

* Authentication type: Normal

* Username: আপনার পুরা জিমেইল এড্রেস দিন। যেমন : [email protected]

* Password: আপনার জিমেইল এর পাসওর্ড দিন।

* শেষ হয়ে গেলে সেভ করে বেরিয়ে আসুন।

সার্ভারের সাথে সিনক্রোনাইজেশন

আশা করছি আপনি সব কিছু ঠিকমতোই সেট করতে পেরেছেন। যদিও এসব সেটিংস এ আপনার ফোনে থাকা নম্বরের কোন ক্ষতিবৃদ্ধি হওয়ার কোন সম্ভবনা নেই। তারপরও এবারে আপনার সবগুলো ফোন নম্বর একটু ব্যাকআপ নিয়ে নেন। পরে কাজে লাগতেও পারে।

এবারে Settings থেকে sync and backup মেন্যুতে যান।

সেখানে ঢুকলে দেখবেন Server sync মেন্যু সেখানে ঢুকে পড়ুন।

সেখানে

*Synchronized data: contacts

*Sync settings: Personal configurati, google on (অর্থাৎ যেটা আপনি এর আগের ধাপে করেছেন সেটা)

*Automatic sync: off

*Synchronization rules: Confirm first

ব্যস হয়ে গেল। এবারে sync and backup এ ঢুকে Server sync সিলেক্ট করে জিমেইলের contact book এর সাথে আপনার s40 সিরিজের মোবাইলের synchronization করিয়ে নিন।

একটা সমস্যায় পড়তে পারেন, প্রতিবার synchronization এ ৫০ টা করে কনট্যাক্টস আপডেট হতে পারে। সেক্ষেত্রে পুরো ফোনবুক জিমেইল এ আপডেট করতে কিংবা জিমেইল থেকে নতুন ফোনে পুরো ফোনবুক ডাউনলোড করতে বেশ কয়েকবার সিংক করতে হতে পারে।

কিছুক্ষণ আগে আমার বাবার মোবাইলে জিমেইল থেকে সব গুলো নম্বর চলে এসেছে।

নোট: টিউটোরিয়ালখানা ছবিসহই বানিয়েছিলাম। কিন্তু টিউন করতে এসে দেখি আলাদাভাবে ছবি আপ করে আবার লিংক দিতে হবে। এতো ধৈয্য আমার নেই। তাই গুগল ডকস এ ছবি সহ এই টিউটোরিয়ালখানার পিডিএফ ভার্সন আপলোড করে রাখা হল।

Click This Link

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১২ রাত ৯:০১
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

লিখেছেন বিষাদ সময়, ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:১৬





মাসের আধিক কাল ধরে দাবদাহে মানব প্রাণ ওষ্ঠাগত। সেই যে অগ্নি স্নানে ধরা শুচি হওয়া শুরু হলো, তো হলোই। ধরা ম্লান হয়ে, শুষ্ক হয়, মুমূর্ষ হয়ে গেল... ...বাকিটুকু পড়ুন

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×