আজ নাকি ভ্যালেন্টাইন্স ডে
শুনেছি আজ নাকি ভালেন্টাইন্স ডে
যাকে বলে ভালবাসার দিন!
ওমা! তবে কি দিন ধরে ভালবাসতে হয়!
নাকি আছে ভালবাসারও ঋণ ?
আচ্ছা আমার মত অভাগা(!) যারা
যাদের নেই ভালবাসার তাড়া
আজকের দিনটি কি তাদেরও ?
নাকি আজ কেবলি যুগলবন্দির দিন?
বালক-বালিকা , যুবক-যুবতী, বুড়ো-বুড়ীর!!!
চারদিকের আনন্দ আয়োজন দেখে
খুব হাসতে ইচ্ছে করে... প্রাণ খুলে...
কার্ডের দোকানে ভীড় ...
ফুলের দোকানে ভীড় ...
ভীড় সৌখিন উপহার সামগ্রীর দোকানে
বাংলাদেশের ছোট্ট পাড়া থেকে
লন্ডন-প্যারিস-নিউইয়র্কের বড় বড় শপিং মল
সবখানেই এ যেন এক অদ্ভুত তাড়া সবার মাঝে
এই সাদা চামড়ার চামার ব্রিটিশ গুলো
কিংবা আমার রক্তচক্ষু বাবা
সবাই কেন যেন খুব মোলায়েম হয়ে যায়...
তবে কি ভালবাসা মানুষকে বদলে দেয়?
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




