দীর্ঘ বিরতির পর ইদানিং বেশ বাসে চড়া হচ্ছে। নির্দিষ্ট কিছু গন্তব্য ছাড়া বাস রুটের তেমন ধারনাই নেই। তাই যে পথে দাঁড়াচ্ছি; বাস পেলেই উঠে পড়ছি।
ইদানিং আগারগাও বিসিসি থেকে বের হয়ে বাস পেতে পেতে আধ ঘণ্টাও পেরিয়ে যায়। তাই রুট খোঁজার ধারে কাছেও যাওয়া হয় না। জা পাই তাতেই চড়ে বসি।
কাল তেমনি আগারগাঁও মোড়ে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষার পর ইব্রাহিমপুরের একটা বাস থামল। কিছু না ভেবেই চড়ে বসলাম। মহাখালি নামবো বলতেই ১৮ টাকা চাইলো। বুঝে নিলাম আজো কপালে কষ্টের শেষ নেই...মহাখালি থেকে ১ মাইল দূরে নামতে হল। কারণ বাসটির মহাখালিতে স্টপেজ নেই। কি আর করা...হেঁটে হেঁটে মহাখালিতে আবার ফিরে আসতে হল...সেখান থেকে বাড্ডা লিঙ্ক রোড...তারপর বনশ্রী...
এ কদিনের অভিজ্ঞতা হল...বাস ভাড়ার কোন নিয়ম বালাই নেই...সিটিং সার্ভিস নামে যে যার মত ভাড়া তুলে নিচ্ছে...দেখবার কেও নেই...রামপুরা টিভি সেন্টার থেকে কিছু ৩ টা সিটিং বাস আছে। একটার ভাড়া ২৫ টাকা (লক্কর ঝক্কর বেঙ্গল) একটার ৪০ টাকা (হিমাচল)...অন্যটার জানা নেই।
কথা হচ্ছে ঢাকায় ১০-১৫ কি,মি ভাড়া ২৫-৪০ হতে পারে!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




