
কিছুদিন পর পরই এক ব্লগারকে দেখা যায় একে ওকে নাম উল্লেখ করে আজেবাজে পোস্ট দেয় ব্লগে।
যেমন ফালতু তার পোস্ট, তারচেয়ে ফালতু হচ্ছে তার বক্তব্য। পঁচা গোবরে দূর্গন্ধ ছাড়া আর কী বা থাকতে পারে?
ব্লগের রুলস ভঙ্গকারী ব্যক্তি-আক্রমণ করে পোস্ট ব্লগে সে কীভাবে দেয় সেটাও একটা বিশাল প্রশ্ন?
কিছুক্ষণ পর যখন সেই ব্লগাররা তার পোস্ট দেখতে যায়, উত্তর দেবার ভয়ে তার আগেই চোরের মতো সেইসব পোস্ট সরিয়ে ফেলে।
এই ব্লগারের চৌর্যবৃত্তিক স্বভাব আজন্ম এবং সম্ভবত আর ঠিক হবার কোন সম্ভবনাও নেই।
পাতকূয়োর মধ্যে যেই ব্যাঙ জন্মগ্রহণ করে, বড় হয় এবং জীবনের বাকি সময় কাটিয়ে দেয়; তার কাছে মনে হয় সারা দুনিয়া যেন এই পাতকূয়োর সমান।
পাতকূয়োর এই বেকুব ব্যাঙ জানে না যে বাইরের পৃথিবী আসলে অনেক, অনেক বড়।
তার মতো পাতকূয়োর ব্যাঙ ফ্যাঙ'কে বাইরের দুনিয়ার মানুষরা ফুটো পয়সাও দাম দেয় না।
এর কাণ্ড জ্ঞান ফেরানোর জন্য নীচে এটা দিয়ে গেলাম, যদিও জানি কোন লাভই হবে না!!!
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা,
কেরোসিন শিখা বলে, ‘এস মোর দাদা।’
এইসব কেরোসিনের শিখা'কে সময় দেবার মতো টাইম নাই এখন আমার!!!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



