নির্বাচনের সময় চা, চকলেট বিস্কুট দিয়ে যেতো প্রার্থীরা। মিছিল হতো বাচ্চাদের ও বড়দের। অনেক সময় মিছিল একগ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতো। আমিও গেছি সাতে সাতে...
নিজে নিয়ে খুব গর্ব করি। মাঝে মাঝে গর্বে গর্ভবতী হয়ে যায়। আমার বয়স ৩৩ চলে, কিন্তু আজও ভোট দেওয়ার দূর্ভাগ্য হয়নি।
তবে এটাও ভালো। কারণ ছোট বেলায় শুনতাম, যারা লেখাপড়া করে তাদের রাজনীতি করা ঠিক না। কারণ রাজনীতি করে সমাজের খারাপ মানুষ, অশিক্ষিত ও মূর্খ মানুষ। তাই ভোট না দেওয়াটাই ভালো।
কিন্তু, যখন অনান্য দেশে দেখি, সৎ, যোগ্য পরোউপকারী মানুষ বেশি রাজনীতিতে সুযোগ পাই, তখন আমাদের দেশের সাথে হিসেব মেলে না।
আসুন ভোটকে উৎসবমুখর করে তুলি।