ক্ষয়ে ক্ষয়ে শত অত্যাচার সহে
ফিরে ফিরে এ জমিনে আসে
বিজয়ী দীপ্ত সোনালী আলো
অত্যাচার অবিচার শত বাঁধা
আছে যত শৃংঙ্খল চারিদিকে
আসুক না শত বাঁধার ঢাল
হোক মন খারাপ, না লাগুক ভালো
সন্তান হারা মায়ের আহাজারি
শহীদের রক্তে দেখ বহে চলে
কত নদী, জালিমের প্রাসাদ ভাংবে
আমার মায়ের অশ্রু জলে
অত্যাচারীর ভালোলাগা না লাগা
মন খারাপ নিয়ে কিছু যায় আসে না
হেঁসে নাও আজ, জেনে রেখো শুধু
অবশেষে আসে সত্যের জয়।
স্বাধীনতা
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮