কাহিনীটা অর্ধেকটাই বানোয়াট. কারো সাথে মিলে গেলই আমি দায়ী নই. যার মিলছে উনি দায়ী!!কিভাবে যে শুরু করি. থুক্কু শুরু করা লাগবে না. শুরু এমনি এমনি হবেই... হে হে .. বিশবিদ্যালয় এর exam চলতেছে .. এর মাঝে কোনো কিছু খিয়াল করার সময় আজকাল হয় না... রাস্তায় বের হলে রাস্তা দেখতে দেখতে গন্তব্যে পৌছে যাই....আজ পরীক্ষা !!!! তাড়াতাড়ি বের হতে হবে... কিন্তু মনে হছে পরা গুলা মাথা থেকে চলে যাচ্ছে .... যাক!!!... exam হল এ যেতে যেতে কিছু থাকলেই হয় !!! আমর সুধুই পাশ করার চিন্তা থাকে .. হে হে... আমর রুম এর ঘড়ি সব সময় এক ঘন্টা আগানো থাকে... ভাবছেন অনেক ফাস্ট ?? হা হা !!! না রে ভাই... আমি সময় অনুজাই চলি.. ১১ তার exam ১১ তা বের হই ... তাই অভ্যাস বদলানোর একটা চেষ্টা র কি .... ১১ তা বাজে !!! বের হতে হবে .. বের হয়ে বাস এর টিকেট কাটলাম ... অপেক্ষা করছি বাস এর জন্য .. হাত এ একটা পেকেট .. কিছু কাগজ পত্র... .. কিসের যেন ?? ও মনে পরছে যেই বিষয় এর পরীক্ষা তার note .. . আসলে বিদ্যা সাথে থাকলে জানি পড়াশুনা মাথা থেকে অন্য জায়গায় ঘুরবে না.. কিছু অন্তত মাথায় থাকবে... আমি জানি না এইটা কি শুধু আমর অভ্যাস ... নাকি সবার ... তবে পরীক্ষার সময় সবার পড়াশুনা দেখে আমি সবাইকে আমর মতই ভাবি... যাই হোক... অপেক্ষা করছি বাস এর জন্য.... বাস আসল অপটিকাল এর একটা সমীকরণ চিন্তা করতে করতে বাস এ উঠলাম... এক নজর তাকিয়ে দেকলাম সিট খালি আছে কিনা.... আছে অনেক.... যাক বাচলাম... একটা সিট এ যেয়ে বসলাম.... আসে পাশে তাকতে দেখি সামনে এক ছেলে মে বসে আছে ..কাজকর্ম দেখেই বুঝা যায় প্রেমিক-প্রেমিকা.... সকাল ১০ তে তাদের প্রথম প্রেম এর কাজ শুরু করে দিয়েছে..অন্য দিক এ নজর দিলাম ..মহিলা নামক কিছু সিট এ পুরুষ typer মহিলা বসে আছে...হুউ. বুজলাম.. তারপর র কি বসে রইলাম.. অপেক্ষা ... পরের বাসস্টপ থেকে একটা তরুণ ছেলে উঠলো ... বাস এ এসেই সামনে বসেই মহিলা সিট এর পুরুষ দের উপর নিজের দায়ত্ব দেখানোর জন্য সিট ছেড়ে দিতে বলল... আমি কিছুটা অবাক হইলাম. . এই কাজ তা তো সবসময় হেলপার করে ... আজকাল তরুণ দের কি হইল.... তরুণ এর বকা হজম করতে পারলনা কিছু যাত্রী ... বলে উঠলো ভাইযান বাকি সিট এ যেইসব মহিলা বসে আছে তাদেরকে আগে ওই সিট ছাড়তে বলেন... এইটাও তো ঠিক কথা... শুরু হইল তর্ক...ভাবলাম কিছু বলমু ...বাট আমর মাথা অলস এর মত বসে মিটমিট করে হাসতে বলল ...হে হে..... তর্ক বিতর্ক যখন তুমুল চলতেছিল driver মোবইলে এ কথা বলতেছিল .... মোবাইলটা লাইন কেটে বলল ভাই কি শুরু করলেন.... আমি তো বুজতে পারতেছি না... হেলপার এর এত্ত চেচামেচি তে এতক্ষণ কাজ হইতেছিল না... কিন্তু driver এর কথাতে সবাই চুপ হইল ... নারী নামক সিট থেকে উঠলো ... কিন্তু নারীসিট এর বাদে এ বাকি সিট গুলা কি পুরুষ সিট বা অন্য সিট থেকে কোনো নারী উঠলনা.. এইকারণে যেসকল পুরুষ নারী নামক সিট থেকে উঠলো খুব কষ্ট পাইলো..... কষ্টর কারণে নারীদের বিষয় একটা বিস্তার আলোচনা করলো সহ যাত্রীর সাথে ... যাই হোক তরুণ ছেলেটা এরই মাঝে নেমে গেছে....কিছু নতুন যাত্রী উঠলো .... প্রথম যে যাত্রী উঠলো উনি আমর সামনের সিটের জুটির মে কে এমন বড় বড় চোখে দেখতে দেখতে গেল... আমি ভাবলাম এইবার মিয়া বাচবা কেমনে ...তোমার পরিচিত ... তোমার জম আইছে...... সকাল বেলার প্রেম এইবার রাত্র বানায় দিব... কুপা সামসু..... কিন্তু লোকটা একবারেই পিছের সিট এ বসলো.... আমি ভাবছিলাম আমর পাশের সিট এ বসবে.... বুজলাম না ঘটনা কি!!!!!.... এর পরের যাত্রী এক মৌলবী হুজুর উঠলো..... হুজুর আমর দিকে তাকাইয়া একটা হাসি দিয়া আমর পাশের সিট এ বসলো ... আমর মনে ঢর ধরল ... আমি কি jmb লাগি নাকি দেকতে.... পরীক্ষার কারণে কিছুদিন হইল আয়না দেকতে পাই নাই ..... লোকটা পাশে বসে একটা সালাম দিল.... আমিও অলাউকুম কইলাম... কইলো আমর এ নাকি কি পরিচিত লাগে ... হাতট এ একটা MLM বেবসার কাগজ দেইখা বুজলাম .... আমরে কেমনে পরিচিত লাগে .... হে হে .... .... এর এর মাঝে দেখি সামনের প্রেমিকা র প্রেমিকা কথা বন্ধ করে দিছে .... মনে হয় প্রেম এর মাঝে অভিমান চলিতেছে ... প্রেমিক প্রেমিকারে কাগজ ভাবিয়া কলম দিয়ে লিকতেছে... র জবাব এ প্রেমিকা চুপ করে র একটা কলম বের করে প্রেমিক বেতের মত আঘাত করতেছে... প্রেমিক ওই কলম এর আঘাত এ কান্না কাটি শুরু করবে মনে হচ্ছে..... আমর পাশে বসা মৌলবী সাহেব আমকে ধাক্কা দিয়া বাহির হয়ে গেল সিট থেকে ... দুরে একটা সিট এ গিয়া বসলো...... আমি বুজলাম না এর মাঝে মৌলবী সাহেব কি পাইলো....প্রেমিক যুটিকার প্রথম প্রথম প্রেম পিছনে বসে দেকলে তো হার্ট ফেল করত ....আচ্ছা আমি হার্ট ফেল করলাম না কেন বুজলাম না..... এই চিন্তা তা করে একটু মাথা চুলকালাম.... কিন্তু উত্তর পাইলাম না.... যাই হোক... আমর পাশের সিট খালি করে, মৌলবী আমর সামনের সিট এ তাকায় পাশের জন কে কি যেন বলতেছে.... তা হয়ত র সুনতে পারলাম না.... কারণ হটাথ করে সামনের মে তা একটা চিত্কার দিল..... পোলা কি কিছু করলো নাকি !!!!.... বুজতে পারলাম না.... সবাই পোলার দিকে তাকালো বলে পোলা বলে মশা কেন হেলপার.... কামরায় তো আমদের ছাতু বানায় দিল..... মশা !!আমি বুজলাম না মশার কামর খাইতে খাইতে আমি তো কিছু কইলাম না এতখনন... হেলপার একটু বিরক্ত চোখে তাকালো.... সবাই আবর চুপ করলো ........প্রেমিক যুগল কে দেখে আমর মনে একটা কবিতা খেলা করতেছিল... কবিতা তা এমন..... " ভালবাসিলে কারো লাগেনা সম্মান
লাগে না টাকা র বাড়ি ঘর
চোখ খুলে তাকালে দেকিবে
ভালবাসা কত ভয়ঙ্কর|"
ও মর জালা !!!.... আমি দেখি মৌচাক এ চলে আসছি!!! ... আমর এখন নামতে হবে!!! .....হয় হয় পরা গুলা মনে থাকবে তো.. এতোকন এত্ত চিন্তা করছি ... আল্লাহ জানি কি হয়.... নামলাম বাস থেকে.... আরকদিন বাস এ উঠলে জনাব.. .হে হে .......
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১০ সকাল ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




