আমি মন্টু, সেই কবে থেকে সাংবাদিকতা করা শুরু করিয়াছি, মোটামুটি সব দলের সব পেশার মানুষের সাথেই আমার খাতির আছে আর তাই তাদের সাক্ষ্যাৎকার নিয়েই আমার দিন কাটে। নিজের সম্পর্কে অনেক কিছুই কহিলাম আমার এই প্রথম পোষ্টে। আর কখনই কিছুই বলিবো না। আজকের পর্বে উঠে এসেছে সাম্প্রতিক বাংলাদেশের মাননীয় বুবুর অন্দরমহলের কিছু কথা। আমি সেন্সর আরোপ করিয়া কিছু কিছু প্রকাশ করিলাম। দয়া করিয়া ইহাকে কেউ সিরিয়াস ভাবে গ্রহন করিয়া লজ্জা দিবেন না। আর পরবর্তীতে উঠে আসবে আরো বহু বরেণ্য গুনী ব্যাক্তিদের অন্দরের সাতকাহন। আর এই সিরিজের নাম রাখিলাম রঙ্গে ভরা বঙ্গ আমার।
মন্টুঃ শুভ বিকাল মাননীয় প্রধানমন্ত্রী। কেমন আছেন?
বুবুঃ ভালো নাইরে মন্টু, বুকে বড় জ্বালা।
মন্টুঃ কি হইয়াছে ম্যাডাম? বুকে জ্বালা মানে?
বুবুঃ আর বলিস না গ্যাস্ট্রিক। তৎক্ষণাৎ নেত্রীর পেট হইতে মেঘের ডাক শুনিতে পাইলাম। গুড় গুড় গুড় গুড়। বুঝিলাম সমস্যা গুরুতর।
মন্টুঃ ডাক্তার দেখিয়েছেন?
বুবুঃ আর বলিস না, ও ব্যাটা শাহাবাগ গিয়ে উঠিয়াছে। এদিকে তাহার খেয়াল দেবার সময় নাইরে।
মন্টুঃ কলিকাল কলিকাল। তা ম্যাডাম স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি জিনিসটা একটু বুঝাইয়া বলেন।
বুবুঃ আমরা আওয়ামী লীগ হচ্ছি স্বাধীনতার পক্ষে শক্তি অন্যেরা বিপক্ষ শক্তি। নেত্রীর চক্ষে আগুন দেখিয়া ভয় পাইয়া তাহাকে থামাইয়া দিলাম কখন না জানি আমার উপরেই ঝাপাইয়া পরে।
মন্টুঃ তাহা হইলে আপনি বলিতে চান বিম্পি সাপোর্টার দেশের অর্ধেক জনগোষ্ঠী স্বাধীনতার বিপক্ষ শক্তি?
বুবুঃ হতচ্ছাড়া, বিম্পির অর্ধেক জনগোষ্ঠী কে অবশ্যই নৌকায় চড়িয়া তিস্তার পানি বিহীন চরে ঘুরিয়া বেড়াইবে হইবে নাহয় তাহাদের ২০১৩ সালের দ্বিতীয় মুক্তিযুদ্ধের রাজাকার হিসেবে নেক্সট টার্মে বিচার করা হইবে।
মন্টুঃ বাকশক্তি ততক্ষনে রহিত হইয়াছে আমার তাও পাঠকের কথা চিন্তা করিয়া আরও প্রশ্ন করা শুরু করিলাম। আপনি বিম্পি নেত্রীকে সাম্প্রতিককালে পাকিস্তান চলিয়া যাহিতে বলিয়াছেন শুনিলাম, ইহা কি উপায়ে সম্ভব।
বুবুঃ যে উপায়ে পাকিস্তানী চ্যানেল এখন নিয়মিত আমাদের দেশে দেখানো হয়, যে উপায়ে আমরা পাকিস্তানকে ট্রাঞ্জিট প্রদান করিয়াছি, করিডোর দিয়াছি, পানি দিয়াছি ইত্যাদি ইত্যাদি।
মন্টুঃ তাহা হইলে তো দেখা যাচ্ছে বিরোধী দলের নেত্রীকে পাকিস্তানে পাঠানো জায়েজ। কিন্তু বিম্পি নেত্রী নাকি দেশকে পাকিস্তানের পথে হাটিয়ে নিচ্ছে বলে সাম্প্রতিক কালে আপনি অভিযোগ করিয়াছেন?
বুবুঃ বলিস না আর ইস্কান্দারের বেটি পাকিস্তানের মতো এই দেশেও তত্ত্বাবধায়ক চায়।
মন্টুঃ ওহ আচ্ছা, তা পদ্মা সেতু সম্পর্কে কিছু যদি বলতেন?
বুবুঃ কেন বিব্রত করিস? আমার ইদানিং খিদা একটু বেশি লাগে। নতুন কিছু জিজ্ঞেস করো।
মন্টুঃ রাজাকারের বিচার করতে গিয়ে শুনিলাম নিজ দলীয় রাজাকারদের আপনি বিচার করিতে আগ্রহী নন। কেন?
বুবুঃ উহাদের চেহারায় গোলাপী আভা নাই তাই, এই বলিয়া নেত্রী আমায় চক্ষু টিপিলেন। পানি খাইয়া লইলাম খানিক।
মন্টুঃ রেলের কালো বিড়াল আর দুই আবুল সম্পর্কে যদি বলতেন।
বুবুঃ উহারা আমার স্নেহের পাত্র তাছাড়া রেসের মাঠে দৌড়াইয়া আমায় নিয়মিত বিনোদিত করে। উহাদের কোনও খারাপ দিক নাই।
মন্টুঃ শেষ প্রশ্ন আপনি কি মনে করেন আগামীতে আবার ক্ষমতায় যাবেন?
বুবুঃ কি যে বলিস রে, তবে কেন এতো আয়োজন? আমার গোপালী পুলিশ বাহিনী আছে না। এই বলিয়া নেত্রী আমার উদাসী হইয়া গান গাওয়া শুরু করিলেন। যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষায়।
বুঝিলাম নগদে এইখান হইতে না পালাইতে পারিলে আজ রাতে গোপালী ভোগ খাইতে হইবে।
পাঠক আমাদের পরবর্তী সাক্ষাৎকারে আসিবেন স্বয়ং কাঁদের মোল্লা।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




