জীবনের বিনিময়ে পেয়েছি বিজয়
এ বিজয় রাখবো ধরে-
কলিজার তাজাখুনে কিনেছি বিজয়
.................এ বিজয় রাখবো ধরে ।।
এই ঘন শ্যামলিমা, স্নেহময় মাটি-
অবারিত সবুজের সুশীতল পাটি-
হায়েনার থাবা থেকে এনেছি কেড়ে
প্রাণ দিয়ে অকাতরে -
................এ বিজয় রাখবো ধরে ।।
সূর্য লালিমা আঁকা পতাকার পালে-
হৃদয় রেখেছি বেঁধে মমতার জালে।
এদেশের ফুল-তৃণ-প্রতি ধূলিকণা-
নিয়েছি আপন করে-
................এ বিজয় রাখবো ধরে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



