লজ্জার কথাই বটে!
সমগ্র বাংলাদেশ যখন ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামীলীগ এমন কি রাষ্ট্রীয় সন্ত্রাসের হিংস্রতায় থরথর করে কাঁপছে, তখনই বাণিজ্যমন্ত্রী এক অলৌকিক বাণীর পসরা নিয়ে আবির্ভূত হলেন ! সম্ভবত তিনি ঘুমিয়ে ছিলেন বহুদিন। তা না হলে তিনি কেমন করে বলতে পারলেন, আজকের বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হয়না, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তির দেশ! সন্ত্রাসী কর্মকান্ড যা ঘটেছে, তা নাকি ১৫ মাস আগেই ঘটেছে !
আসলে এতে বিস্ময়ের কিছুই নেই। তাদের দলীয় ইতিহাস-ঐতিহ্যের আলোকে এমন কথা বলাটাই যৌক্তিক। তারা নিজেদের ব্যর্থতাকে কখনোই স্বীকার করতে চাইবেননা, এটাই স্বাভাবিক।
তবে এতে যে তিনি খুব দক্ষতার পরিচয় দিয়েছেন, দেশবাসি যে তার কথা অকপটে বিশ্বাস করে নিয়েছে-তা কিন্তু নয়। মানুষ তো এখন আর এতটা বোকা নয়, যতটা তিনি ভেবেছেন। বরং অনেক দু:সহ যন্ত্রণার মাঝে হয়তো অনেকেই তার কথা থেকে একটু হাসির খোরাক খুঁজে পেয়েছেন।
এ ধরণের চাপাবাজির আশ্রয় না নিয়ে তাদের উচিৎ দেশ ও জাতির কল্যাণে নতুন করে চিন্তা ভাবনা করা। কেবল তাহলেই তারা বাহবা পেতে পারেন। তাদের সাহসী ভূমিকার অভাবে কিংবা তাদের আশ্রয়-প্রশ্রয়েই দেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য সরকার কী পদক্ষেপ নেবেন, এটাই এখন দেখার বিষয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



