হঠাৎ করেই মুখোমুখি
আজ আমরা দু'জনে
ব্যস্ত শহরে কোলাহলের মাঝে
খুবই ব্যস্ততা নিয়ে চলার পথে।
রাগে তুমি লাল হয়ে গিয়েছিলে
আমি ছিলাম অবনত শিরে,,,,,,,,
কি ছিল আমার মনে
জানলে না তুমি
জানতে চাইলে না
আমিও বলিনি কিছু মুখ ফুটে
পিছু ডাকিনি তোমায়...................
অনেক দিন পরে আবার মুখোমুখি
আমরা দুজনে, কথা হয়নি মুখে
কথা হয়েছিল চোখে চোখে,
ভাল আছি বেশ, স্মৃতি নিয়ে আমি
ভালই আছো বেশ সব ভুলে তুমি......................
দোয়া কোরো যেন ভুলতে পারি সব
চাইনা ধরে রাখতে পুরোনো সব স্মৃতি
সব কিছু আবার নতুন করে সাজাতে চাই
যেভাবে সাজিয়ে নিয়েছ তুমি...........................
নাকি তুমিও আমার মতই
পুরোনোকে আকরে ধরে আছো?
পরে কি আছো সেই বিকেলে?
দিনের শেষ আলোর মাঝে,
অভিমানি কিছু কথামালা নিয়ে
যা চোখ বুজলেই একখনো বর্তমান?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





