ভোরের নরম আলোয়,
শিশির ভেজা ঘারে উপর,
খালি পায়ে,
আমি আর তুমি,
হেটেছিলাম অনেক দিন,,,,,,,,,,,,,,,,,,,
অন্ধকার রাতে,
তোমর নরম হাতে
রেখে আমার হাত,
দু'জনের স্বপ্নগুলোকে
একত্রিত করে,
সবার চোখের আড়ালে
বুনেছিলাম স্বপ্ন,
বেধেছিলাম ঘর
সব আছে সেই আগের মতই,
তুমি নেই শুধু,
শিশির ভেজা ঘাসে,
চাদঁ ছাড়া আকাশের নীচে,
আমি একা আজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





