যেদিন প্রথম দেখেছিলাম তোমাকে
মনে হয়েছিল তুমি মানবী নাও
তুমি রূপ কথার রাজকন্যা
তুমি নীল আকাশের পরী………..
তুমি যখন হাটছিলে আনমনে
আমি দেখছিলাম তাকিয়ে
তখন মনে হয়েছিল……
তুমি ছন্দের তালে তালে নৃত্যরত কোন পরী
তা আমি প্রথম দেখেছিলাম,
তাই চেয়েছিলাম তোমার ভালবাসা।
বলেছিলাম তোমাকে ভালবাসি,
তুমি রাগ করেছিলে আমার উপর
কতটুকু রাগলে অপূর্ব সুন্দর হয় মানুষ,
তা দেখেছিলাম আমি তোমার মাঝে।
হয়ত তাই তোমার রাগকেই ভালবেসে ছিলাম।
তার পর থেকেই বেড়ে গেল তোমার আমার ব্যধান
কতটুকু ভালবাসলে দুরে থাকা যায়
অনুভব করা যায় অস্তিত্বহীন উপস্থিতি,
শিখিয়েছিলে তুমি আমাকে,
তাই তোমাকে ভালবেসে আমি চলে এলাম দুরে,
যোজন যোজন দুরে, শুধু ভালবাসি বলে।
কতটুকু কাদঁলে ভালবাসা যায়?
তুমি বলোনি আমায়, আমি বুঝে নিয়েছি।
তাই কাদঁতে চাই বৃষ্টির চেয়েও বেশী
ভাসতে চাই জলে, শুধু ভালবাসি বলে................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





