তুমি এসেছিলে আমার জীবনে
ধুমকেতু হয়ে।
তুমি চলে গেলে তাই খুবই দ্রুত
মেনে নিতে পারিনি তোমার চলে যাওয়া
তাই আজও আছি তোমার প্রতিক্ষায়………….
কেন তুমি এসেছিলে ক্ষনিকের জন্য?
কেন এত বেশী ভালবেসে ছিলে আমাকে?
কেন চলে গেলে অজানায়………………?
প্রশ্নগুলো শুধু প্রশ্নই থেকে যায়............
তুমি নেই তাই
স্বপ্নগুলো সব ওলটপালট হয়ে গেছে
তার আজ পথভ্রষ্ট পথিকের মত
উদভ্রান্ত হয়ে ছুটে বেড়াচ্ছে
হয়ত তোমাকে খুঁজে পাবে সেই আশায়……….
স্বপ্নগুলো ফেরারী আজ ঠুনকো ভালবাসায়................
স্বপ্নের মত এসেছিলে তুমি
দুঃস্বপ্নের মত রয়ে গেলে তুমি
এক স্বপ্নবাজের হৃদয়ে……………….

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





