তুমি ছিলে চার দেয়ালের মাঝে বন্দি
সারাটা দিন তুমি কাটাতে বদ্ধ ঘরে
জানালা দিয়ে দেখতে হাজারো মানুষের
ব্যস্ততা আর কোলাহল………..
তুমি আকাশের পানে চেয়ে
দেখতে শুধু ডানামেলা পাখি
আর ভাবতে শুধু কবে পাবে মুক্তি
এই বন্দিশালা থেকে।
সকাল বেলা থেকে শুরু হত
তোমার ব্যস্ততা আর ফুসরত পেতে না
সারাটা দিন তুমি ডুবে থাকতে
ব্যস্ততা নামক বন্দি শিবিরে
আর ভয়ে থাকতে এই বুঝি………….
আমি শুধু দেখতাম তোমার
হাসি খুশি থাকার অভিনয়
পারিনি তোমাকে মুক্তি দিতে
দেখেছি তোমার কান্নার জলে
ডুবে থাকা মুখ খানি।
তোমার মত কি আরো আছে?
যারা অন্যের সংসারকে আগলে রাখে
নিজের মত করে আর নিজে থাকে অনাদরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





