কি পুতুল খেলা খেলে গেলে তুমি
আমাকে বোকা কবি পেয়ে
আমিত ছিলাম না কবি কোনদিন
এরকম সম্ভাবনা ছিলনা আমার,
কী অসম্ভবকে সম্ভব করলে
লীলাবতী স্রোতস্বীনি নদি তুমি
কী আচানকভাবে ঢুকে পর
রৌদ্রকঠিন বুকের অচেনা কুঠিরে
প্রণয়ের গিটার হাতে তোমরা।
নদি ভেবেই ভুলটা করেছি আমি
তুমি নদি ছিলেনা কখনও,
নারী কখনও নদি নয়
নারী প্রণয়ের প্রতিমা-
জলসার বাঈয়ের নূপুর।
তুমিত প্রণয় বুঝেছ আজকাল
বুঝেছ সংসার, চাবি আর, কামকলা,
বুঝেছ মুদ্রার সব জঠিল হিসেব নিকেশ
ব্যাংক, বীমা, ডিপোজিট আর কনডমের সেনসিভিটি
আমার হাতের স্পর্শের ছিলো কি কোন সেন্স
তোমার ললাটে এখনও যার অংকন
কী করে ভুলে গেলে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




