আসছে আমাদের দেশে টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এবং এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হবার সুযোগ হারাতে চাই না।
আমাদের সরকার যেমন সবাইকে বৃদ্ধাঙুল দেখিয়ে মাইনাস ফরমুলায় নির্বাচন করতে যাচ্ছে, এই একই ফরমুলা যদি টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এ ও বজায রাখে তাহলে আমরা আনন্দিত হবো।
তাহলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে আম্পয়ার থাকবে আমাদের অধিনায়ক মুসফিকুর রহিম এবং লেগ আেম্পয়রে থাকবে আমাদের মাহমুদ উল্লা, এবং থার্ড আম্পায়ার থাকবে আমাদের টুয়েলভ ম্যান, ম্যাচ রেফারি থাকবে আমাদের কোচ, এছাড়া অফিসিয়াল স্কোর বোর্ড এ ও থাকবে আমাদের কর্মকর্তারা।
আপনারা কি বলেন, এতে কেউ খেলতে আসুক বা নাই আসুক, এই টুর্নামেন্ট গ্রহনযোগ্য হবে !!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




