তোমার আসবার কথা ছিল ঠিক পাঁচটা বিশে
অথচ হঠাৎ কোথা থেকে যে হাজির হলো নচ্ছার বৃষ্টিটা
সব কল্পনা মেঘের জলে গেল মিশে।
তুমি আসবে বলে আমি যখন ভিজে নেয়ে একাকার
তখনও তুমি আয়নাতে,
ভাবছো আমি ভিজে গেলে কিই বা বয়ে গেল তাতে
তাহলে বেশ তো
এখুনি এই বেশে
আমিও রওনা হলাম মেঘের দেশে
যতোদিন না মেঘের কোলে খেলা করছে রোদ
ততোদিন পর্যন্ত মনের আড়ি,
চলছে চলুক অন্যায় প্রতিশোধ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



