দিগন্ত বিস্তৃত সুদূর প্রসারী,
সমুদ্র উত্তাল বিক্ষুব্ধ সায়রি।
পবন নির্মল উষ্ণ ঝটিকা,
গগন বিশাল অসম উথিকা।
বিজন গহীন ভীষণ নির্জন,
মরু শুস্ক বেলে তরুহীন।
আঁধার কৃষ্ণ চির বিভীষীকা,
আলো কায়া চির মরিচীকা।
দুঃখ বুভুক্ষু নিঃস্ব কাঙ্গাল,
সুখ কাঙ্খিত সর্বস্ব মঙ্গাল।
সুর মিস্টি সৃষ্টি বিধাতার,
কথা বৃষ্টি কৃষ্টি ছলনার।
ছায়া মায়া আঁধারের জায়া,
দ্বীপ্তি তৃপ্তি আলোর দয়া।
দিবস নিবাস মুখরিত কোলাহল,
রজনী শ্রবনী নীরব কোমল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




