কিছুদিন আগে ক্লাসে একটা প্রেজেন্টেশান ছিল । বিষয় ছিল একটা কবিতার ওপরে ৪৫ মিনিট ক্লাস নিতে হবে । তিন জনের গ্রুপ । আমার সাথে আমার একটা গায়ানিজ এবং পাকিস্তানি বন্ধু । আমি ওদের উপর চাপ দিয়ে রবিন্দ্রনাথের একটা কবিতার ইংলিশ অনুবাদ সিলেক্ট করালাম । কবিতার নাম "My Song " ( এইটা কোন বাংলা কবিতা থেকে অনুবাদ হয়েছে জানি না , জানা থাকলে জানাইয়েন । )
তো আমেরিকায় টিচিং করানোর জন্য আবার কঠিন নিয়ম কানুন আছে । বহু কিছু আসে যা বাংলাদেশে আমরা নামও শুনি নাই (নিয়ম না হইলে তো আমি ছাত্রদেরকে একটা কাজ দিয়া টেবিলে গিয়া ঘুম দিতাম ।
তারপর আমরা কবিতাটা একসাথে পড়লাম এবং বিশ্লেষণ করলাম । তারপর আমরা বললাম যে , " আমাদের এই কবিতা থেকে কিছু সিমিলি এবং হাইপারবলি এর উধাহরণ দিতে । আমরা ওই পর্যন্ত ঠিকই করতেছিলাম সবকিছু । কিন্তু উধাহরণ নিতে গিয়া পেচাল লাইগা গেলো । দেখলাম আমরা যা হাইপারবলি বুঝেছিলাম তা আসলে "পারসনিফিকেসন " ।ছাত্র ছাত্রীরাও চালাকের যম , ঠাস করে ভুল ধরে ফেলল । তো স্বাভাবিক ভাবেই আমাদের একটা ভুল আমাদের আত্মবিশ্বাসকে একদম মাটির সাথে নামিয়ে দিল । যার কারনে তারপর আমাদের আরো অনেক ভুল হল ।
কয়েকটা কঠিন শব্দ ছিল যা আমরা খেয়াল করি নাই । ওইগুলার মানে ওরা জিজ্ঞেস করল । আমি একটু একটু জানতাম , মনে সাহস নিয়া বইলা দিলাম । এবং সাথে সাথে বুঝলাম যে , যা বলসি তা একদম ভুল !! । আবার একবার আমাদের মিস একটা মিনিং জানতে চাইল । আমি ওইটা ঠিক বললাম কিন্তু আমার গায়ানিজ বন্ন্ধুটা আরেকটা পুরা আলাদা একটা মিনিং আমার উপরে উপরে বইলা আমার মিনিং এর বারটা বাজাইয়া দিল ।
তো কোন রকমে শেষ হইল আমাদের টিচিং । পড়ে আমাদের মিস এর কাছ থেকে কিছু প্রশংসা বাক্য শুনলাম । মিস বলল আমার অর্থটা ঠিক ছিল , কিন্তু আমার গায়ানিজ বন্ধুরটাই ভুল ছিল তাই আমি একটু খুশি খুশি ফীল করলাম । যাই হোক ওইটা যেহেতু আমাদের প্রথম টিচিং ছিল তাই সে অনুযায়ী ভালই হয়েছিল মনে হয় । সাথে ভাল একটা অভিজ্ঞতা মাগনা পাইয়া গেলাম । তবে আমাদের গ্রুপ এর সবাই একটা জিনিস ঠিক করে নিলাম "জীবনে টিচার হইও না !! "
__________________________________________________
যে কয়টা বিষয়ে একটু অবাকিত হয়েছিলাম :O
১) কেউ রবিন্দ্রনাথের নাম জীবনে শুনে নাই (কিছু ইন্ডিয়ান ছাত্রী ছাড়া )
২) আমার ইংলিশ মিসও রবিন্দ্রনাথের নাম শুনে নাই
৩) ওদের ক্ষেত্রে কবির নামটা উচ্চারন করা কষ্টকর ছিল , ভয় পাচ্ছিলাম যদি কেউ কবির নাম জিজ্ঞেস করে তাইলে কি করুম ? কিন্তু একজন ছাড়া কেউ জিজ্ঞেস করে নাই । কোনমতে ওই মাইয়ারে নামটা বুঝাইয়া দিয়া আসছিলাম
৪) আমার মতে আমাদের গ্রুপের প্রেসেনটেশন ছিল সব চেয়ে খারাপ কিন্তু আমাদের টিচিং এর পর সবাই আমাদের ভাল হইছে বলল । আমি বুঝলাম কাঁটা ঘায়ে নুনের ছিটা দেয় । তাই বললাম মিথ্যা কথা কইয়া আমাদের মন ভাল করার দরকার নাই । কিন্তু আমার সাথে ঝগড়া লাইগা গেলো । বলল, আমাদেরটা নাকি আসলেই ভাল হইছে । তো ওদের প্রশংসা শুইনা আমার মনে একটা গান বেজে উঠল তখন । গানটা আবার কুকিলতালীও ভাবে রবিন্দ্রনাথের !!
" না চাহিলে যারে পাওওওয়া যায় ......."
© nil sagor
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



