কাহিনির মূল চরিত্রগুলো দুই ভাগে বিভক্ত , গ্রিসার এবং সক্স । গ্রিসাররা হল গরিব , ব্যাঙ্কে টাকা নেই , গাড়ি নেই এবং সমাজে সম্মান নেই । ওদের জীবন শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ । তুলসার ইয়াং লো ইঙ্কাম করা কতগুলো ছেলের দল । আর সক্সরা হল ধনি , চকচকে গাড়িওয়ালা , ব্যাঙ্কে কড়িকড়ি টাকা এবং সমাজের উচুস্থরের মানুষরা । এ পর্যন্ত থাকলে ঠিক থাকতো কারন এই ভাগেই তো সমাজ বিভক্ত । কিন্তু সমস্যা হল সক্সদের দুই চোখের দুশমন গ্রিসাররা । যেখানেই দেখবে গ্রিসার সেখানেই ধরবে তক্তা , মারবে পেরেক । তাই সবসময় মারামারি লেগেই থাকে ।এবার কাহিনিতে প্রবেশ করি ।
পনিবয় (১৬) , সোডাপপ (১৮ প্রায়) এবং ডেরি(২৫-২৭) হল তিন ভাই । পনিবয়ের বন্ধু জনি (১৭) , পরিবার থেকে দুর্ব্যবহার পাওয়া , মানসিক ভাবে বিপর্যস্ত একটা ছেলে । স্টিভ(১৮) হল সোডার বন্ধু । টু বিট(১৯) এবং ড্যালি(২৭) গ্যাং এর অন্য দুইজন মেম্বার । এ হল গ্রিসারদের গ্যাং ।
বইয়ের শুরু হয় পনিবয় ছবি দেখে ঘরে যাচ্ছে তখন তাকে সক্সদের দল আক্রমন করে । গ্রিসারদের গ্যাং এসে ওকে বাচায় । পনির জীবনের প্রথম আক্রমন হওয়া ছিল ওইটা । ওইদিন সন্ধ্যায় পনিবয় , জনি , ড্যালি এবং টু বিট আবার ছবি দেখতে যায় । ওখানে ওদের সাথে দেখা হয় সক্স মেয়েদের , চেরি ( বা শেরি ) এবং মার্সিয়া । পনি , জনি এবং টু বিটের সাথে ওদের ভাল সম্পর্ক হয়ে যায় । পনি দেখে যে এই মেয়েগুলা অন্য সক্সদের মত না । মেয়েদের গাড়ি থাকেনা বলে পনিরা হেঁটে বাসায় দিয়ে আসে । কিন্তু ওই সময় ওই মেয়েদের বয় ফ্রেন্ডরা গ্রিসারদের সাথে ওদের গার্ল ফ্রেন্ডকে দেখে ফেলে । তারপর ওদের মধ্যে একটা ছোটখাটো ফাইট হয়ে যাবার উপক্রম হয় । পরে শেরির অনূরুধে সক্সরা ফাইট করা থেকে বিরত থাকে ।
ওইদিন রাতে পনি এবং জনি বাসায় যায় না । রাত ২টার সময় পনি যখন বাসায় ফেরে তখন তার ভাই ড্যারি ওকে বকাঝকা করে এবং ওর উপর হাত তুলে । পনি তখন ঘর থেকে দৌড়ে বের হয়ে যায় এবং পথে জনিকে নিয়ে যায় । তারা পাশের একটা পার্কে বসে । তখন ওই সক্সদের দল আসে ( শেরির বয়ফ্রেন্ড ) । তারা পনিকে একটা ঝর্ণায় ( ফাউন্টেইনে ) প্রায় মেরে ফেলে , ওই সময় সব সক্স চলে যায় । কিছুক্ষন পরে পনিকে জনি বলে যে জনি একটা সক্স কে খুন করে ফেলেছে এই জন্য ওরা চলে গিয়েছিল । তখন তারা হেল্পের জন্য ড্যালির কাছে যায় । ড্যালি ওদেরকে কিছু টাকা এবং একটা পুরনো চার্চের ঠিকানা দিয়ে দেয় যাতে ওরা লুকিয়ে থাকতে পারে ।
একদিন ড্যালি পনি এবং জনিকে দেখতে যায় (খুনের প্রায় এক সপ্তাহ পর) । তখন চার্চে আগুন লাগে । চার্চে কিছু বাচ্চা থাকে । বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে পনি , জনি এবং ড্যালি মারাত্তকভাবে আহত হয় । ওদেরকে হাস্পাতালে ভর্তি করা হয় । পত্র পত্রিকায় ওদের বীরত্তের সংবাদ ছাপা হয় । সবাই ওই খুনের আসল ঘটনা জানতে পারে । পনি সুস্থ্য হয়ে উঠে । কিন্তু জনির অবস্থ্যা খারাপ হতে থাকে । এর মধ্যেই গ্রিসার এবং সক্স দের মধ্যে একটা রাম্বল হবার তারিখ ঠিক হয় । যেখানে ওরা একে অন্যকে মোকাবেলা করবে এবং যে জিতবে তাকে অন্যের থেকে বেশি সম্মান দেয়া হবে ।
রাম্বলে গ্রিসাররা জিতে , কিন্তু সবাই মারাত্তকভাবে আহত হয় । ড্যালি এসে পনিবয়কে হাস্পাতালে নিয়ে যায় কারন জনি শেষবারের মত পনিকে দেখতে চাচ্ছিল । হাস্পাতালে জনি ড্যালি এবং পনির চোখের সামনে মারা যায় । ড্যালি ওই শোক সইতে না পেরে একটা মুদি দোকান চুরি করে । তারপর পুলিশ পিছু নিলে ও গ্রিসারদের কল করে ওকে বাঁচাতে বলে । পুলিশের মোখোমুখি হওয়ার পর ড্যরি খালি বন্দুক তাক করে পুলিশের দিকে ।ড্যালি চাচ্ছিল যাতে পুলিশরা ওকে গুলি করে । পুলিশ আসল বন্দুক মনে করে ড্যারিকে গুলি করে মেরে ফেলে ।
এই দুই মৃত্যুতে পনি ১ সপ্তাহের জন্য জ্ঞান হারিয়ে ফেলে । যখন জ্ঞান ফেরে তখন ও নিজেকে বলে যে , জনি এখনও মরে নাই , এবং ড্যলি এখনও বেঁচে আছে । তারপর ও আবার স্কুলে যাওয়া শুরু করে । কিন্তু ওর গ্রেইড কমতে থাকে । ওর ইংলিশ টিচার একটা লাস্ট সুযোগ দেয় যে যদি একটা থিমেটিক রচনা লিখে আনতে পারে তাহলে ওকে একটা ডি দেয়া যাবে । তারপর একটা বইয়ের ভেতর পনি জনির মৃত্যুর আগে লেখা শেষ চিঠি পায় । ওই চিঠি থেকে ইন্সপাইর হয়ে পনি সমস্ত ঘটনা লিখে ওই রচনায় । রচনার প্রথম লাইন শুরু হয় এইভাবে "When I stepped out into the bright sunlight from the darkness of the movie house, I had only two things on my mind: Paul Newman and a ride home..." । এর মধ্যে একটা বিশেষত্য হল যে বইয়ের প্রথম লাইন এবং শেষ লাইন একেবারে একরকম । এর থেকে ধরে নেয়া যায় যে পুরূ উপন্যাসটা হল পনিবয়ের ইংলিশ এসাইনমেন্ট ।
পরে ১৯৮৩ সালে এই বই থেকে একটা ছবি তৈরি হয় ঠিক বইয়ের নামেই , দি আউটসাইডারস । আমার মত অনুযায়ী যদি আপনার বই পড়ার সময় না থাকে তাহলে ২ ঘণ্টা ছবিটা দেখে শেষ করে নিন । ছবিটা বই থেকে আরো সুন্দর । মুহূর্তে মুহূর্তে উত্তেজনা ।
* অনলাইনে বইটা পড়তে পারবেন এখানে
ইয়টিউব থেকে ছবি দেখতে বা ডাউনলোড করতে পারবেন এখানে
© একলা চাঁদ
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ সকাল ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



