উত্তর , তুমি কিছুই দেখো নাই , জীবন এখনও অনেক বাকি ।
হ্যা , আমি কিছুই দেখি নাই ।
দেখেছি শুধু পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি ......
আর সবচেয়ে সুন্দর দুইটি চোখ ......
ওই হাসিমাখা মুখ ......
আর সেই ঘন কালো চুলের রাশি ......
মানে ?
মানে আমি শুনেছি সেই কণ্ঠ ......
সাথে সেই নূপুরের ঝংকার ...
একটি চলনে
যে নাচন তুলে গিয়েছিল এই মনে হাহাকার ......
আর দেখেছি বাতাসে সেই উড়নার নাচন ...
খোঁপা বাধা চুলের বাতাসে অবাধ বিচরণ ......
দেখেছি বৃষ্টিতে ভিজা খালি পায়ের মাটি ছুয়ে হাঁটা
অনুভব করেছি হৃদয়ের গভীরে না জানা কাঁটার খোচা ......
তুমি কি তাকে ভালবাস ?
না , আমি ভালবাসব কেন ?
আমি কোনদিনও ভালবাসি নাই ।
আমি কখনো ভালবাসি নাই ।
আমি কাউকে কখনো ভালবাসি নাই ।
আমি কাউকে কখনো ভালবাসি নাই ।
* এই কবিতা যে থার্ড ক্লাস হয়েছে তা নিয়ে আমার নিজের কোন সন্দেহ নেই । কষ্ট পেলে কবিতা আপনা আপনি বেড়িয়ে আসে । আজকেও কবিতা এভাবে আপনা আপনি বেড়িয়ে এলো । থার্ড ক্লাস কবিতা পড়ানোর জন্য দুঃখিত ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



