তাসলিম নাসরিনের সাথে আমিও একমত যে ছেলেদেরও মেয়েদের পোষাক পড়া উচিত।
বলেনতো সৃষ্টিকর্তার কি আজব সৃষ্টি যে মানুষ সৃষ্টির সময়ই সে বিভেদ করে রেখেছে। কি দরকার ছিল এই বিভেদের। এর কারণেইতো আজ নারী-পুরুষ, জাত-অজাত ইত্যাদি নানারকমের বিভেদ দেখা যাচ্ছে শুধু কি তাই এই বিভেদের প্রতিক্রিয়া পড়েছে পোষাকের উপরও। কি দরকার ছিল পোষাকের ক্ষেত্রেও এই বিভেদের।
আবার যদি বলি সৃষ্টিকর্তা বলে কিছু নেই... বাকিটুকু পড়ুন


